মহানগর ডেস্ক: দক্ষিণেশ্বর মন্দিরের (Dakshineswar Temple) বিপুল সম্পত্তির গরমিল। ভক্তদের তরফ থেকে দেওয়া শাড়ি, বিপুল পরিমাণ গয়নার মিলছে না হিসেব। তাই এ বিষয়ে কেন্দ্রীয় আর্থিক দুর্নীতি মামলায় তদন্তকারী সংস্থা ইনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) তদন্তের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) দায়ের হল মামলা।
জানা গিয়েছে, দক্ষিণেশ্বর মন্দিরের উন্নতির জন্য রাজ্য সরকারের তরফ থেকে ১৩০ কোটি টাকা। এছাড়াও মন্দিরের নানা কাজের জন্য কেন্দ্রের পক্ষ থেকে ২০ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। সেই টাকা কোথায়, কোন খাতে, কিভাবে ব্যবহার করা হয়েছে তার কোনও হিসেব নেই। সরকারি অনুদানের টাকা বাদ দিয়েও ভক্তরা গত কালীপুজোয় দক্ষিণেশ্বরে দেবী ভবতারিণীর উদ্দেশে কয়েক হাজার শাড়ি ও বিপুল গয়না দিয়েছিলেন। অভিযোগ, এখন নাকি সেই শাড়ি এবং বহু গয়নাই পাওয়া যাচ্ছে না। আর তার জন্যই ইডির হস্তক্ষেপের প্রয়োজন বলে, মনে করছেন মামলাকারী।
জানা যাচ্ছে, এই মামলা গৃহীত হয়েছে হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে। মনে করা হচ্ছে, চলতি সপ্তাহে এই মামলার শুনানি হতে পারে।
প্রসঙ্গত, এছাড়াও দক্ষিণেশ্বরের একাধিক অনিয়ম এবং নানা বিষয়ের মামলা চলছে কলকাতা হাই কোর্টে। দেবীর মন্দিরের নানা বিষয় বর্তমানে বিচারাধীন রয়েছে। সেই সমস্ত বিষয়গুলি বাদ দিয়ে এদিনের বিপুল সম্পত্তির তছনছের মামলা উঠেছে প্রধান বিচারপতির বেঞ্চে। এই মামলায় কী সিদ্ধান্ত গৃহীত হয় সেদিকেই তাকিয়ে রয়েছেন ভক্তরা।