Home Featured Camel Flu: কাতারে অশনি সঙ্কেত দেখাচ্ছে ‘ক্যামেল ফ্লু’! নয়া মহামারীর উত্থান হতে পারে ফিফার আসর, সতর্কবার্তা হু-এর

Camel Flu: কাতারে অশনি সঙ্কেত দেখাচ্ছে ‘ক্যামেল ফ্লু’! নয়া মহামারীর উত্থান হতে পারে ফিফার আসর, সতর্কবার্তা হু-এর

by Arpita Sardar

মহানগর ডেস্ক: কোভিড মহামারী কাটিয়ে সবে সবে ছন্দে ফিরছে গোটা বিশ্ব। কাতারে আয়োজিত ফিফা বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত উত্তেজিত সব দলের সমর্থকরা। কিন্তু তার মধ্যেই অশনি সংকেত দেখাচ্ছে ক্যামেল ফ্লু বলে সতর্কবার্তা জারি করেছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (WHO)! জানা গেছে এই কাতারের বিশ্বকাপ থেকেই নাকি ছড়িয়ে পড়তে পারে নতুন এক সংক্রামক জ্বর, ক্যামেল ফ্লু (Camel Flu)!

বিশেষজ্ঞরা বলছেন, কোভিড ১৯ কিংবা মাঙ্কি পক্সের মতো এই সংক্রামক ও ভয়াবহ ধরনের কিংবা প্রাণঘাতী হয়ে উঠতে পারে এই ফ্লু। এর পোশাকি নাম, মিডল ইস্ট রেসপিরেটরি সিন্ড্রোম। মধ্যপ্রাচ্যের দেশে এই অসুখ শ্বাসকষ্ট এর সাথে দেখা যায় বলে এর নাম ক্যামেল ফ্লু।  

সূত্রের খবর, আরবে এখনও পর্যন্ত ২৬০০ জনের দেহে এই রোগের সংক্রমণ মিলেছে। তবে এটি নতুন অসুখ নয় ঠিকই। কিন্তু এখন ফুটবল বিশ্বকাপ ঘিরে মাথাচাড়া দিতে পারে বলে জানাচ্ছে হু। কারণ প্রায় ১২ লক্ষ মানুষ এই মুহূর্তে রয়েছেন সেই দেশে। একবার কারও শরীরে এই ফ্লু এর জিন প্রবেশ করলে সে জ্বরে আক্রান্ত হবে এবং কবিদের মতোই তা একজনের থেকে অপরের দেহে ছড়িয়ে পড়বে। জানা গেছে, মূলত উটের শরীর থেকেই ছড়ায় এই ‘ক্যামেল ফ্লু’। এই অসুখের প্রথম ও প্রধান লক্ষণ জ্বর, কাশি এবং শ্বাসকষ্ট। বাড়াবাড়ি হলে ডায়ারিয়া এবং গ্যাস্ট্রিকের মতো সমস্যাও দেখা দিতে পারে। তবে এই রোগের মৃত্যুর হার এখনও নিয়ন্ত্রণে। ৩৫ শতাংশ।

গবেষকরা বলছেন, এটি একটি জুনোটিক ভাইরাসের সংক্রমণ। ফলে মানবদেহ এবং প্রাণীদেহ উভয়কেই সংক্রমিত করে। সংক্রমিত প্রাণী বা ব্যক্তির সঙ্গে প্রত্যক্ষ কিংবা পরোক্ষ যোগাযোগ থেকে ছড়িয়ে পড়ে এই ফ্লু। যেহেতু উট থেকে সংক্রমনের সম্ভাবনা বেশি, তাই ২০২২ বিশ্বকাপের জন্যে কাতারে থাকা সমস্ত ফুটবলপ্রেমীদের উদ্দেশ্যে উটের কাছে না যাওয়ার পরামর্শ দিচ্ছেন হু বিশেষজ্ঞরা। এনিয়ে কাতারে দ্য ওয়ালের প্রতিনিধি শুভ্র মুখোপাধ্যায় জানিয়েছেন, এই ফ্লু নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে আতঙ্ক ছড়ানোয় তারা মাস্ক পরতে শুরু করেছেন। সামান্য জ্বর-কাশি হলেই ডাক্তারখানায় চেকআপ করাতে যাচ্ছেন সবাই।

You may also like