মহানগর ডেস্ক: ইদানীং সোশ্যাল মিডিয়ায় খুললেই গাদা গাদা অপটিক্যাল ইলিউশনের ছবি। আর সেগুলো মুহুর্তের মধ্যে হাত ফেরী হয়ে খুব ভাইরাল হচ্ছে। আর নেটাগরিকরা সেই ছবির সমাধান করতে যেন নাওয়া খাওয়া ভুলে বসে থাকে। কারণ ছবিগুলি দেখে বেশিরভাগ মানুষই বিভ্রান্ত হয়ে পড়েন। তবুও মানুষ অপটিক্যাল ইলিউশন কুইজ গেম খেলতে পছন্দ করে। আর এই ছবিগুলো তৈরির সময় এমন ভাবে একাধিক বিষয়ের গোলক ধাঁধা তৈরী করা হয়, যাতে মানুষের দৃষ্টিভ্রম সৃষ্টি হয়। অনেক মস্তিষ্কের ব্যায়াম বলে ধরেন এই ছবিকে।
সম্প্রতি তেমনই একটি অপটিক্যাল ইলিউশন ভাইরাল হয়েছে। বলা হচ্ছে, সেই ছবিটিতে ৩০ সেকেন্ডে একটি বিড়ালকে খুঁজে বের করতে বলা হয়েছে। আসলে ভাইরাল হওয়া এই ছবিটিতে দেখা যাচ্ছে একটি আবর্জনার স্তূপ। যেখানে বিভিন্ন ধরনের ভাঙ্গা জিনিসে ভর্তি। তারমধ্যে একটি বিড়াল গোল গোল চোখ পাকিয়ে আপনার দিকে তাকিয়ে ঘাপটি মেরে বসে আছে। এই ছবিতে সেই বিড়ালকে খুঁজে বার করতে হবে না।
ছবি থেকে বিড়াল ছানাটিকে দের করা কঠিন কারণ তার গায়ের রং আবর্জনার সাথেই মিশে আছে। অপটিক্যাল ইলিউশন দিয়ে ছবি দেখার পর মনে হয় আমাদের চোখকে ফাঁকি দেওয়া হচ্ছে। যদি কোনও ব্যক্তি আইকিউ স্তর পরীক্ষা করাতে চান তবে এই ছবিটি তার জন্যও উপযুক্ত। নির্দিষ্ট সময়ের মধ্যে তিনি যদি এই ছবিতে বিড়ালটিকে খুঁজে পান তবে তাঁকে জিনিয়াস বলা যেতেই পারে।
কি এখনও পেলেন না বিড়াল? শেষ পর্যন্তও বিড়ালটি খুঁজে না পেলে কোনও চিন্তা নেই। কারণ একটু হীনস দেওয়াই যায়। তাহলে খুব সহজে খুঁজে পাওয়া যাবে চোখ পাকিয়ে তাকিয়ে থাকা বিড়ালটিকে। সে আছে ডান দিক ঘেঁসে। এবার খুঁজে পাওয়া গেল কি?