মহানগর ডেস্ক: সোশ্যাল মিডিয়ার হাত ধরে প্রায়ই ভাইরাল হয়ে থাকে নানান রকম অপটিকাল ইলিউশন (optical illusion)। আর সেগুলির রহস্য উদঘাটন করতে নাজেহাল হয়ে যান নেটাগরিকরা। কিন্তু তবুও বেশ মজার ছলে সবাই উঠে পড়ে লাগে রহস্যের সমাধান খুঁজতে। আর এই ইলুশন সৃষ্টিকর্তা কিংবা পোস্টকর্তা যেই হোক না কেন তারা বেশ একাধিক বিষয় একটি ছবির মধ্যে চিত্রিত করেন। যাতে নেট দুনিয়ার বাসিন্দারা সেগুলি খুঁজতে একটু ধন্ধেই পড়ে যান।
তবে অপটিক্যাল ইলিউশন সব সময়ই মানুষকে কৌতূহলী বা আগ্রহী করে তোলে তা-ই নয়, বরং মানুষের পর্যবেক্ষণের ক্ষমতা বিকাশে মস্তিষ্ক এবং চোখের দক্ষতাও উন্নত করে।
সম্প্রতি এমন একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে ইলিউশনে দেখা যাচ্ছে একটু পশুর অবয়ব। কিন্তু চ্যালেঞ্জটিতে ৫ সেকেন্ডের মধ্যে লুকিয়ে থাকা গোপন শব্দ খুঁজে বের করার দাবি জানিয়েছে।উপরের ছবিটি খুব মন দিয়ে দেখলেই বোঝা যাবে কোন শব্দ লুকিয়ে রয়েছে।
তবে এখানে দেওয়া চিত্র বিভ্রম দেখে বেশির ভাগ মানুষ এই ধাঁধার দ্বারা বিভ্রান্ত হয়ে থাকেন। কিছু মানুষ দ্রুত উত্তর সনাক্ত করতে পারেন। অনেকে আবার উত্তর সঠিক হল কিনা তা নিয়ে দ্বিধায় থাকতে পারেন। এই ভাইরাল অপটিক্যাল ইলিউশনটি চিহ্নিত করা সম্ভব নয়। তবে এখনও যদি শব্দটি খুঁজে না পাওয়া গিয়ে তাহলে একটা হিনস দেওয়া যাক। এটি একটি স্প্যানিশ শব্দ। যা দিয়ে একপ্রকার প্রাণীকে বোঝানো হয়। এবার নিশ্চয়ই পেরেছেন। একদম ঠিক। শব্দটি JAURIA। এই স্প্যানিশ শব্দের অর্থ একদল শিকারি কুকুর। তাই কুকুরের শব্দের মধ্যে কুকুরের ছবি তুলে ধরা হয়েছে।