Home Featured Optical Illusion: ঘন জঙ্গলে লুকিয়ে রয়েছে পেঁচা! দেখুন তো ২৫ সে: খুঁজে পান কি না

Optical Illusion: ঘন জঙ্গলে লুকিয়ে রয়েছে পেঁচা! দেখুন তো ২৫ সে: খুঁজে পান কি না

by Arpita Sardar

মহানোগর ডেস্ক: সম্প্রতি সমাজমাধ্যমে নানান ধরনের দৃষ্টিভ্রম সৃষ্টিকরি ছবি নিয়ে হইচই পড়ে। এই ছবি গুলি আসে একেবারে ধাঁধার আকারে। আর প্রত্যেকেই সেগুলি সমাধান করতে উঠে পড়ে লাগে। আর সেই ভ্রম কাটিয়েই আপনার দৃষ্টি সঠিক বিষয়টিকে বেছে নিতে পারছে কি না, সেটি এই অপটিক্যাল ইলিউশনের মূল আকর্ষণ থাকে। এই ইলিউশনে চেনা জিনিসও অনেক সময় আমাদের চোখকে ধোঁকা দেয়। এক মুহূর্তে সেটা যে বস্তু মনে হয়, পরক্ষণে আবার তা অন্য মনে হয়।

আজেকের ছবিতেও ঠিক যেমনটা রয়েছে, ২৫ সেকেন্ডের মধ্যে খুঁজে বের করতে হবে একটি পেঁচা। যে ছবিতে দেখা যাচ্ছে সারিবদ্ধ গাছ ঘেরা ঘন জঙ্গল। সেখানে কোনও জনমানব নেই। কিন্তু সেই শুনশান জঙ্গলেই লুকিয়ে রয়েছে একটি পেঁচা। জঙ্গলের গাছগুলিতে ডালপালাও কম। সরল বৃক্ষের সারি। কিন্তু তবু পেঁচা খুঁজে পাওয়া যথেষ্ট কষ্টের।

এই চ্যালেঞ্জে দাবি করা হয়েছে যে, মাত্র ২ শতাংশ মানুষ মাত্র ২৫ সেকেন্ডে লুকানো পেঁচাকে খুঁজে বের করতে পেরেছেন। অপটিক্যাল ইলিউশন ছবিটি কোনও ব্যক্তির আইকিউ পরীক্ষা করার মজার উপায়।

কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও যদি লুকানো পেঁচা খুঁজে পাওয়া না যায়, তাহলে এই সমাধানটি তো রয়েছেই- জঙ্গলের গাছগুলোকে খুব সাবধানে দেখতে হবে। পেঁচাটি বাঁ দিকের দ্বিতীয় গাছের কাণ্ডের ভিতরে লুকিয়ে রয়েছে।

You may also like