Home Featured Optical Illusion: ছবিতে লুকিয়ে আছে ইঁদুর, কিন্তু কটি? পাঁচ সেকেন্ডের মধ্যে খুঁজে বের করুন দেখি

Optical Illusion: ছবিতে লুকিয়ে আছে ইঁদুর, কিন্তু কটি? পাঁচ সেকেন্ডের মধ্যে খুঁজে বের করুন দেখি

by Arpita Sardar

মহানগর ডেস্ক: সোস্যাল মিডিয়ায় হালে ভাইরাল হয় অপটিক্যাল ইলিউশনের ছবি। এবারের ছবিটি বেশ রঙচঙে। যেখানে দেখা যাচ্ছে, দুই মহিলা তাদের ড্রয়িং রুমে বসে চা খাচ্ছেন। আর সেটা যে শীতকাল তা তাদের পোশাক দেখলেই বোঝা যায়। কিন্তু সে তো ভালো কথা। এটা আবার ভাইরাল হবার কি আছে? আসলে গল্প আলাদা জায়গায়। এই ছবিতে লুকিয়ে আছে দুখানা ইঁদুর। আর সেই ইঁদুরকে বের করতে হবে মাত্র পাঁচ সেকেন্ড সময়ের মধ্যে।

আসলে মোবাইল ঘাঁটতে ঘাঁটতে অনেকেই আছে যারা ছবির ধাঁধায় মন দেয়। আর সেগুলিকে স্বযত্নে সমাধান করার চেষ্টা করেন। উত্তর খোঁজা অনেক সময় কঠিন হবে জেনেও কোমড় বেঁধে নেমে পড়ে। আর এভাবেই ক্রমশই এই অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিবিভ্রম সৃষ্টিকারী ছবি গুলো সমাজমাধ্যমে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আর এই ছবি গুলোতে যেমন সময় কাটে, তেমন এতে মনও হালকা হয়।

আজকের ছবিটাতে আপাত ভাবে দেখলে মনে হবে একটি ইঁদুর রয়েছে বলে মনে হলেও একটু খুঁটিয়ে দেখলেই চোখে পড়বে আরও একটি ইঁদুর। এবার খুঁজুন দেখি দুটি ইঁদুর কোথায় আছে।

কি খুঁজে পাচ্ছেন না? চিন্তা নেই। একটু ক্লু দিলেই দেখতে পাবেন ইন্দুর। একটি তো সরাসরি দেখাই যাচ্ছে যে বাঁ দিকে বসে থাকা মহিলার পায়ের কাছে এসে বসে আছে। আর একটি ওই মহিলার মাথায়। হ্যাঁ, ভালো করে দেখলেই বুঝতে পারবেন। তাঁর চুলে গা এলিয়ে আর একটি ইঁদুরটি এমন ভাবেই শুয়ে পড়েছে যে তাকে দেখে প্রথমে পোশাকের কারুকার্য বলে ভুল হতে পারে। কিন্তু না, সে একটা ইঁদুর।

বিশেষজ্ঞরা বলছেন, এই ছবিটি মূলত ব্যক্তির পর্যবেক্ষণ ক্ষমতার পরীক্ষা করে। এতে বুদ্ধির বল বিশেষ প্রয়োজন হয় না। যাঁরা দ্রুত ছবিটির কৌশল ধরতে পেরেছেন, তাঁদের কাছে এটি আরও উপভোগ্য হয়ে উঠেছে।

You may also like