Home Featured Optical Illusion Of 9s: আটের মধ্যেই লুকিয়ে আছে 9! কিন্তু কয়টি? উত্তর চাই ১০ সেকেন্ডে

Optical Illusion Of 9s: আটের মধ্যেই লুকিয়ে আছে 9! কিন্তু কয়টি? উত্তর চাই ১০ সেকেন্ডে

by Arpita Sardar

মহানগর ডেস্ক: সোশ্যাল মিডিয়া খুললেই এখনো হাজারো অপটিক্যাল ইলিউশনের ছড়াছড়ি। আর সেই দৃষ্টিভ্রমের খেলায় মেতে ওঠেন নেতাগরিকরা। যতই কঠিন হোক তবুও কোমর বেঁধে নেমে পড়েন সেই ধাঁধার সমাধান করতে। এবার এমনই একটি মজার অপটিক্যাল ইলিউশন ভেসে উঠল মোটিভেশনাল স্পিকার বিবেক বিন্দ্রার টুইটার হ্যান্ডেলে। পোস্টে দেখা গিয়েছে বহু ৮ এর সমাহার। এমনই একটি মজাদার ছবি পোস্ট করে তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে লিখেছেন, কয়টি ৯ সংখ্যা রয়েছে, নিমেষে খুঁজে ফেলতে হবে।

ছবিতে উল্লেখ করা হয়েছেএই ছবিতে ৮ এর মধ্যে একাধিক ৯ সংখ্যাটি লুকিয়ে রয়েছে। কটি ৯ লুকিয়ে রয়েছে এই ৮ এর ভিড়ে, মাত্র ১০ সেকেন্ডের মধ্যে তাকে খুঁজে বের করাই বড় চ্যালেঞ্জ।

ধাঁধাঁর উত্তর- যাঁরা ১০ সেকেন্ডের মধ্যে দিতে পেরেছেন তাদের দৃষ্টি শক্তির জবাব নেই। তারা বেশ প্রখর দৃষ্টি শক্তির অধিকারী বলাই যায়। কিন্তু এবার যারা এই ধাঁধার উত্তর সহজে বের করতে পারলেন না, তাঁদের বলে রাখা দরকার, ছবিতে অসংখ্য হাটের মধ্যে লুকিয়ে রয়েছে তিনটি ইংরেজিতে লেখা ৯(9)। এবং একেবারে উপরের দিক থেকে প্রথম লাইন বাদ দিয়ে পর পর তিনটি লাইনে ইংরেজি অক্ষরে লেখা 8 এর মাঝেই ঘাটি মেরে বসে রয়েছে তিনটি ইংরেজিতে লেখা 9

You may also like