মহানগর ডেস্ক: অর্পিতার পর পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) সঙ্গে নাম জড়িয়েছে মোনালিসা দাসের (Monalisa Das)। কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান তিনি। ইডির নজর রয়েছে তাঁর উপরও। সূত্র অনুযায়ী, এই অধ্যাপিকা ছিলেন পার্থর ঘনিষ্ঠ। এবার জানা গিয়েছে, শক্তিবলে বহু অযোগ্য প্রার্থীকে তিনি চাকরি পাইয়ে দিয়েছেন। তাঁর প্রাক্তন সহকর্মীদের কথায়, কোথাও যে একটা গন্ডগোল রয়েছে সেটা ভালো মতোই বোঝা যেত। একদিকে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতির মামলায় গ্রেফতার হয়েছেন পার্থ বাবু। এরইমধ্যে তাঁর সঙ্গে নারী যোগ সামনে এসেছে।
এদিকে প্রায় ১০০ জনের কাছাকাছি চাকরি প্রার্থীরা অভিযোগ করেছেন, পার্থর নামে প্রভাব খাটিয়ে একাধিক ব্যক্তিকে চাকরি দিয়েছেন মোনালিসা। তিনি নাকি বিশ্ববিদ্যালয়ের অলিখিত উপাচার্য হিসেবে কাজ করেছেন। তাঁর কথাই কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে শেষ কথা। পাশাপাশি সহকর্মীদের অভিযোগ পার্থর ঘনিষ্ঠ বলেই এহেন ক্ষমতার অধিকারী তিনি।
তাঁর প্রাক্তন সহকর্মী হিরণ্ময় গঙ্গোপাধ্যায় বলেছেন, ‘মোনালিসা দাস বিশ্ববিদ্যালয়কে পুরোপুরি নিজের কব্জায় রেখেছিলেন। আমরা প্রথমে ধরতে পারতাম না। এটা নজরে এসেছিল যে, কিছু অযোগ্য ছাত্র সোনার মেডেল পেয়েছে। তখনই মনে হয়েছে গন্ডগোল রয়েছে। এমনকি মোনালিসার যেভাবে পদোন্নতি হয়েছে, তাতে প্রাক্তন শিক্ষামন্ত্রীর হাত রয়েছে বলে মনে করছেন অনেকেই’।
এদিকে কেউ পিএইচডি করে চাকরি পাচ্ছেন না, আর কেউ মাস্টার্সে অনেক কম নম্বর নিয়ে পাশ করেও চাকরি করছেন। তাঁদেরকে জিজ্ঞেস করা হলে সরাসরি পার্থ চট্টোপাধ্যায়ের নাম নিয়েছেন। যদিও এক্ষেত্রে মুখে কুলুপ এঁটেছেন মোনালিসা। বারবার ফোন, মেসেজ করলেও কোনও উত্তর আসেনি। তাঁকে কেন্দ্র করে যে ধরনের অভিযোগ উঠছে, আপাতত চুপ রয়েছেন অধ্যাপিকা। অন্যদিকে আজ দল থেকে সাসপেন্ড করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে।