Home Entertainment Cartoon Network : একরাশ ছেলেবেলার ‘অকাল মৃত্যু’, বন্ধ হচ্ছে কার্টুন নেটওয়ার্ক

Cartoon Network : একরাশ ছেলেবেলার ‘অকাল মৃত্যু’, বন্ধ হচ্ছে কার্টুন নেটওয়ার্ক

by Oindrila Chakraborty
Cartoon Network : একরাশ ছেলেবেলার 'অকাল মৃত্যু', বন্ধ হচ্ছে কার্টুন নেটওয়ার্ক

মহানগর ডেস্ক : সময়ের সঙ্গে সঙ্গে এমন নির্মম পরিণতি আসবে ভাবতে পারেননি অনেকেই। যার সঙ্গে জড়িয়ে আমার আপনার ছেলেবেলা সেই কার্টুন নেটওয়ার্ক বন্ধ হতে চলেছে। শুক্রবার রাত থেকেই তাই সোশ্যাল মাধ্যম জুড়ে বিষাদের সুর। প্রথমে যদিও এই খবর রটনা বলে উড়িয়ে দিয়েছিলেন অনেকে। তবে সময়ের সঙ্গে সঙ্গে সত্যি হয়েছে খবর।

তবে কার্টুন নেটওয়ার্ক স্টুডিও এবং ওয়ার্নার ব্রাদার্সের তরফ থেকে এসেছে প্রতিক্রিয়া। সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, কোম্পানির তরফ থেকে ছাঁটাই হয়েছে প্রায় ৮২ জন কর্মী। যারা অধিকাংশ যুক্ত ছিলেন অ্যানিমেশন, স্ক্রিপ্টের আর আনস্ক্রিপটেড ডিভিশন থেকে। আর সেই কারণে ওয়ার্নার ব্রাদার্সের সঙ্গে জুটি বেঁধেছেন তারা। আসবে নতুন মডেল, নতুন প্রার্থী। আর সেই কারণেই চ্যানেলের নাম বদলে যাওয়ার ধারণা করছেন অনেকে।

এখানেই মন খারাপ নেট নাগরিকদের। যার সঙ্গে জড়িয়ে আছে নব্বইয়ের দশকের বাচ্চাদের নস্টালজিয়া, ছেলেবেলা। হাজার মারধোর, বকুনি খাওয়ার পরেও যেখান থেকে বার করে আনা যায় নি শিশুমনকে। এই চ্যানেল আজ ফাঁকি দিয়েছে তাদের। সেইসঙ্গে মনে করা হচ্ছে কার্টুন নেটওয়ার্কের নিজস্ব অ্যানিমেশন টম এন্ড জেরি, টকিং টম, পাওয়ার প্লেয়ারস ,সুপারম্যান ,ব্যাটম্যান, বেন টেন এগুলি ও সম্প্রচার বন্ধ হয়ে যাবে। যে কারণে বেজায় মন খারাপ প্রত্যেকের। সোশ্যাল মিডিয়া জুড়ে ছয়লাপ নানারকম পোস্টে।

উল্লেখ্য, ১৯৯২ সালের ১ অক্টোবর থেকে কার্টুন নেটওয়ার্ক আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছিল। তখন থেকেই অল্প সময়ের মধ্যে শিশুদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে এই চ্যানেল।

You may also like