মহানগর ডেস্কঃ এবার রেলের তরফে বড়সড় ঘোষণা করা হল। উত্তরবঙ্গের এনজেপি থেকে ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস। গন্তব্য হাওড়া স্টেশন। সোমবার শিলিগুড়িতে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে এমনটাই জানালেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার অনসুল গুপ্তা। তিনি জানান, আগামি বছরেই শুরু হয়ে যাবে এই পরিষেবা।
এনজেপি স্টেশন থেকে দার্জিলিং মেলের দূরত্ব বেড়ে হলদি বাড়ি হওয়ায় স্থানীয় মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছিল। তবে শেষ পর্যন্ত রেলের তরফে বন্দে ভারত এক্সপ্রেস চালানোর ঘোষণা হওয়ায় স্থানীয় মহলে স্বস্তির ছাপ। রেল সূত্রের খবর, ইতিমধ্যে নয়া রেল পরিষেবার কাজও শুরু হয়ে গিয়েছে। সবকিছু ঠিক ভাবে এগোলে ২০২৩ সালের শেষের দিকেই এই ট্রেন পরিষেবা শুরু হবে।
সেক্ষেত্রে দ্রুত গতির এই ট্রেন চলাচলের জন্য শুরুতেই মালদহ থেকে এন জে পি পর্যন্ত রেল ট্র্যাকের উন্নতি করা হবে। দ্রুততার সঙ্গে সেই কাজও শেষে মেইন্টেনেন্স ফেসিলিটির বিষয়টি সুনিশ্চিত্ করা হবে। এরপরেই শুরু হবে বন্দে ভারতের পথ চলা। উত্তর – পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার অনসুল গুপ্তা বলেন, ভারতীয় রেল তাঁর দেশবাসীকে সর্বোচ্চ পরিষেবা দিতে বদ্ধ পরিকর। সেই কারণেই স্থানীয় চাহিদা মেনে এনজেপি থেকে বন্দে ভারত এক্সপ্রেস চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। নয়া এই দ্রুত গতির ট্রেন পরিষেবা চালু হলে দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগের ব্যবধানও কমে যাবে । ফলত স্বাভাবিক ভাবেই খুশি উত্তরবঙ্গের মানুষ।