মহানগর ডেস্কঃ করোনা টিকার জেরে দেশবাসীর কোনোরকম অঘটন ঘটলে তার দায় নেবে না কেন্দ্র সরকার। সুপ্রিম কোর্টের একটি মামলায় কেন্দ্র হলফনামায় স্পষ্ট জানিয়েছে, কেন্দ্রীয় সরকার টিকা তৈরি করেনি, টিকা নেওয়া বাধ্যতামূলকও করা হয়নি। তাই টিকার বিরূপ প্রতিক্রিয়ায় কেউ অসুস্থ হলে বা কারও মৃত্যু হলে তার দায় কেন্দ্রীয় সরকারের উপর বর্তাবে না। আর যেহেতু দায় নেই সেহেতু কেন্দ্রের তরফে উঠছে না ক্ষতিপূরণের প্রশ্নও। মঙ্গলবার এই হলফনামা দেওয়া হয় কেন্দ্রের তরফে।
যদিও কেন্দ্রের এই অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন চিকিৎসকদের একাংশ। তাঁদের দাবি, কোভিড ভ্যাক্সিন বাধ্যতামূলক করা না হলেও করোনাকালে বিভিন্ন ক্ষেত্রে দেশের সার্বিক ব্যবস্থাটা এমনভাবে গড়ে তোলা হয়েছিল যে, কোনও ব্যক্তি টিকা না নিয়ে থাকলে বিভিন্ন সুযোগ সুবিধা এবং পরিষেবা থেকে বঞ্চিত হবেন। গোটা বিষয়টাতেই ছিল কেন্দ্রীয় সরকারের সমর্থন। সব দিক খতিয়ে দেখে যেহেতু টিকাগুলো অনুমোদন করেছিল কেন্দ্রীয় সরকার ওষুধ নিয়ন্ত্রক সংস্থা, তাহলে কেন্দ্র এখন কীভাবে দায় এড়াতে পারে? তা নিয়েই উঠছে প্রশ্ন।
গত বছর করোনার টিকা নেওয়ার পরপরই দুই তরুণীর মৃত্যু হয়। দুই তরুণীর পরিবারের তরফে শীর্ষ আদালতে আবেদন করা হয়, টিকার বিরূপ প্রতিক্রিয়া ও তাঁদের মেয়েদের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্ত হোক। পাশাপাশি দুটি মৃত্যুর জন্য রাষ্ট্র তথা কেন্দ্রীয় সরকারের তরফে ক্ষতিপূরণও দাবি করা হয় পরিবারের তরফে। সেই বিষয়েই দেশের সর্বোচ্চ আদালতে হলফনামা জমা দেয় কেন্দ্রীয় সরকার। হলফনামায় বলা হয়েছে, টিকাকরণ কর্মসূচিতে যে টিকাগুলি ব্যবহার করা হচ্ছে সেগুলি তৈরি করেছে থার্ড পার্টি। এক্ষেত্রে কোনও টিকা নেওয়ার ফলে বিরূপ প্রতিক্রিয়ার কারণে বিরল থেকে বিরলতর মৃত্যু হলে রাষ্ট্রকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরাসরি দায়বদ্ধ করা যাবে না।