বিক্রম ব্যানার্জী: ফের জঙ্গি হামলায় উত্তপ্ত জম্মু ও কাশ্মীর। নতুন সরকার গঠনের 20 দিনের মধ্যে অঞ্চলটিতে পরপর 7 টি সন্ত্রাসবাদি হামলার ঘটনা ঘটেছে। সোমবার আখনুরে নিয়ন্ত্রণরেখা লাগোয়া এলাকায় সেনাবাহিনীর অ্যাম্বুলেন্স লক্ষ্য করে গুলি চালায় 3 জঙ্গি। পরবর্তীতে ভারতীয় সেনাবাহিনী অভিযান চালিয়ে 3 জনকেই গুলি করে হত্যা করে। গত সপ্তাহে ঠিক একই ঘটনার সাক্ষী থেকেছিল ভারতীয় জওয়ানরা। গুলমার্গে সামরিক বাহিনীর গাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালিয়েছিল সন্ত্রাসবাদীরা। যেই ঘটনায় দুই সেনার মৃত্যুও হয়েছে। এছাড়াও বিগত কয়েক মাসে একাধিক সন্ত্রাসবাদী হামলার সাক্ষী থেকেছে জম্মু ও কাশ্মীর। ফলত স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে নতুন সরকার গদিতে বসার পরই কি বেড়ে গেল জঙ্গিদের দাপাদাপি? যদিও অভিযোগের তীর পাকিস্তানের দিকেই।
নতুন সরকার গঠনের পরই জম্মু ও কাশ্মীরে বাড়ছে সন্ত্রাসবাদী হামলা!
সম্প্রতি জম্মু ও কাশ্মীরে নতুন সরকার গঠনের পর জঙ্গিদের দৌরাত্ম ও গুলমার্গে হামলা প্রসঙ্গে কংগ্রেস জানিয়েছে, জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এনডিএ সরকার। তাদের প্রণীত নিরাপত্তা নীতি ব্যর্থ হওয়ার কারণেই এই ঘটনা ঘটছে। যত দ্রুত সম্ভব সেনাদের নিরাপত্তা সুনিশ্চিত করে হামলার দায় নিতে হবে এনডিএ-কে। কংগ্রেসের আক্রমণের পাল্টা আক্রমণ এসেছে বিরোধী পক্ষ থেকেও। যদিও জম্মু ও কাশ্মীর এলাকায় সম্প্রতি সন্ত্রাসবাদি হামলা প্রসঙ্গে ওমর আবদুল্লাহ জানিয়েছেন, ‘জঙ্গি হামলার ঘটনাগুলির তীব্র নিন্দা করছি। দুষ্কৃতি দৌরাত্ম্য বেড়ে যথেষ্ট উদ্বিগ্ন।’
জম্মু ও কাশ্মীরের বিভিন্ন এলাকায় সন্ত্রাসবাদী হামলা প্রসঙ্গে প্রাক্তন ডিআইজি এস পি বেইদ সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আইএসআই রাজৌরি পুঞ্চ থেকে অনুপ্রবেশ শুরু হয়েছে, এই সন্ত্রাসবাদীর মধ্যে বেশ কয়েকজন পাকিস্তানিও রয়েছে। গভীর জঙ্গলে লড়াই করতে দক্ষ এসএসজি কমান্ডোরাও রয়েছে।’ প্রাক্তন ডিআইজির বক্তব্যে সহমত প্রকাশ করেছেন ডিডব্লিউর এবি রউফ গনি। তার মতে, ‘বিগত কয়েকদিনে অনুপ্রবেশ বেড়েছে, কারণ সেনাবাহিনীর গুলিতে যারা প্রাণ হারিয়েছেন তারা বেশিরভাগই বিদেশি অর্থাৎ পাকিস্তানের স্থানীয় বাসিন্দা। তবে এদের মধ্যে কৌশলী জঙ্গিগোষ্ঠী নেই বললেই চলে। স্থানীয় পাকিস্তানের মানুষই এই ঘটনা ঘটাচ্ছে। তবে অনুপ্রবেশ নিয়ে যথেষ্ট সতর্ক থাকতে হবে সকলকেই।’ অবৈধ পাকিস্তানি অনুপ্রবেশকারীদের নিয়ে প্রায় একই মত পোষণ করেছেন অন্যান্যরাও।