মহানগর ডেস্ক: জুয়ার মতো ( Gambling) সর্বনেশে জিনিস কোনও নেই। তবে এই জুয়ো লুডো খেলা নিয়ে। সেই লুডো নিয়ে জুয়ো খেলায় হেরে সর্বস্বান্ত হয়ে বাড়িঅলার শয্যাসঙ্গিনী (Became Bed Partner) হতে বাধ্য হলেন এক মহিলা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই বিচিত্র ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের প্রতাপগড়ে। জানা গিয়েছে অনলাইন জুয়া খেলায় আসক্ত ওই মহিলা তাঁর জমানো সমস্ত টাকা খোয়ান। পরে টাকার লোভে তাঁর বাড়িঅলার সঙ্গে লুডো নিয়ে জুয়া খেলা শুরু করেন। তারপর হেরেও যান প্রচুর টাকা। শেষে বাজিও ধরেন নিজেকে। হেরে গিয়ে বাড়িওলার কাছে নিজেকে সঁপে দেন।
মহিলার স্বামীর অভিযোগ লুডোয় হারার পর তাঁর স্ত্রী বাড়িঅলার সঙ্গে থাকতে শুরু করেন। ঘটনাটি জানার পর তিনি জয়পুর থেকে ফিরে এসে থানায় বাড়িঅলার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। জানা গিয়েছে লুডো খেলে সর্বস্বান্ত হওয়ার পর ওই মহিলা স্বামীকে বাড়ি ফিরে এসে টাকা মেটানোর কথা জানান স্বামীকে। এরপরই স্বামী কর্মস্থল থেকে ফিরে আসে। এদিকে স্বামী জানিয়েছেন লুডো খেলায় হেরে তাঁর স্ত্রী বাড়িঅলার সঙ্গে থাকতে শুরু করলে তিনি তাঁর স্বামী ছাড়তে রাজি নন। স্ত্রী জানান তাঁর স্বামী তাঁকে ছেড়ে দিলে বাড়িঅলার সঙ্গে থাকবেন। দম্পতির দুটি সন্তান রয়েছে। নগর কোতোয়ালির অধীনে দেবখালিতে ঘটনাটি ঘটেছে। ছ মাস আগে ওই মহিলার স্বামী জয়পুরে চাকরি পেয়ে যান এবং স্ত্রীকে পাঠান সেখান থেকে। যে টাকা জুয়ায় খেলে খুইয়েছেন তিনি।