বিক্রম ব্যানার্জী: প্রিয় জিনিস হারানোর যন্ত্রনা হয়তো মানুষের থেকে বেশি কারোর নেই। তাও যদি হয় আবার নিজের অক্লান্ত পরিশ্রমের ফল। তবে সবথেকে মজার ঘটনা ঘটে তখনই যখন প্রিয় জিনিসটি হারিয়ে ফেলার দীর্ঘ সময় পর তার আশা ছেড়ে দেওয়ার পরবর্তী মুহূর্তে সেটি ফিরে আসে। হ্যাঁ, এমনই এক অকল্পনীয় ও অপ্রচলিত ঘটনা ঘটেছে আমেরিকার ফ্লোরিডার ডেভিড লরেনজোর সাথে। দীর্ঘ 54 বছর পর নিজের প্রিয় আংটিটি ফিরে পেয়েছেন তিনি।
54 বছর পর হারানো আংটি ফেরে পেলেন লরেনজো
প্রিয় জিনিসটি প্রথম প্রাপ্তির ঘটনা আজ থেকে প্রায় বহু বছর আগের। 1964 সালে আমেরিকার নেভাল অ্যাকাডেমি থেকে কৃতিত্বের স্মারক হিসেবে ক্লাস রিংটি পেয়েছিলেন লরেনজো। বিশেষ সেই আংটিটি সব সময়ে নিজের কাছেই রাখতেন তিনি। একদিন বাবার সাথে পেনসিলভানিয়ার পিটসবার্গের পার্শ্ববর্তী ইউনিয়নটাউন কাউন্টি ক্লাবে গলফ খেলতে মগ্ন ছিলেন লরেনজো। মাঝে বিরতির পর হঠাৎই চোখে পড়ে হাতের আংটিটি উধাও।
এরপরই শুরু হয় বিশেষ বস্তুটির খোঁজ। জানা যায়, যুদ্ধবিমানের চালক হিসেবে ভিয়েতনামের যুদ্ধে মার্কিন সামরিক বাহিনীর সাউথইস্ট এশিয়া উইংয়ে দায়িত্ব ছিল তার কাঁধে। প্রতিবেশী দেশ লাওসে গুরুত্বপূর্ণ মিশনের সময় শত্রুপক্ষের গুলিতে আগুন লেগে যায় বিমানে। সেই সাথে কোনওমতে প্রাণে রক্ষা পান লরেনজো। যদিও সেই সময়ে হাতির আংটিটি অক্ষত ছিল। তবে কয়েক বছর পেরিয়ে গলফ ময়দানে খেলতে গিয়েই আংটিটি হারিয়ে ফেলার প্রসঙ্গে লরেনজো জানান, ‘তার প্রিয় রিংটি যুদ্ধের ধকল সহ্য করলেও গলফ খেলার ধকল নিতে পারেনি।’
কিন্তু কীভাবে ফিরে পেলেন 54 বছর আগে হারানো আংটি? নিশ্চয়ই এই প্রশ্ন মনে ঘোরাফেরা করছে। ফাইটার জেট ক্যাপ্টেনের আংটি ফিরে পাওয়ার বিষয়ে জানা যায়, মাইকেল জেনার্ট নামক এক ব্যক্তি ইউনিয়নটাউন কাউন্টি ক্লাবের একই মাঠে গলফ খেলতে যেতেন। হঠাৎই একদিন তার চোখে পড়ে কোনও এক চকচকে জিনিস মাটিতে পড়ে আছে। পরবর্তীতে ভাল করে দেখার পর কারও আংটি বুঝতে পেরে সেটি মাটি থেকে তুলে বাড়িতে নিয়ে আসেন তিনি।
এরপরই রিংটির মালিকের খোঁজ শুরু হয়। ক্লাস রংটির মালিককে খুঁজতে খুঁজতে একদিন একটি অনলাইন পডকাস্ট থেকে লরেনজোর আংটির বিষয়ে জানতে পারেন তিনি। তড়িঘড়ি পেনসাকোলায় জাতীয় নেভাল অ্যাভিয়েশনে পৌঁছে লরেনজোর সাথে দেখা করে সেটি তার হাতে তুলে দেন তিনি। অন্যদিকে 54 বছর পর প্রিয রিংটি পেয়ে আনন্দে আত্মহারা হয়ে যান 82 বছর বয়সী ডেভিড লরেনজো।
আরও পড়ুন: লেবানন ও গাজা মিলিয়ে ইজরায়েলি হামলায় একদিনে নিহত 220