মহানগর ডেস্ক : আর মাত্র ৬ দিন বাকি আর তারপরই শুক্রের মকরে গমন। এই পরিবর্তনে ৬ রাশির হাতে চলেছে টাকা সমৃদ্ধি বাড়বে, জীবনে আসবে প্রেমের বন্যা ,বাড়িতে আসবে সুখের দেখা, ব্যবসায় মিলবে সাফল্য। জেনে নিন এই ৪ রাশির মধ্যে আপনার রাশি রয়েছে কিনা।
১২ ফেব্রুয়ারী সোমবার মকর রাশিতে শুক্রের গমন। ভোর ৫ টায় মকর রাশিতে গমন করবে , থাকবে ৭ই মার্চ সকাল ১০ টা ৫৫ মিনিট পর্যন্ত। এর ফলে ভাগ্য খুলে যাবে প্রায় ৬ রাশির।
** মকর রাশির জাতক-জাতিকারা সুফলের মুখ দেখতে চলেছেন শুক্রের মকর রাশিতে আগমনের ফলে ।
** মেষ রাশির জাতক-জাতিকারা আর্থিক দিক থেকে বেশ লাভবান হবেন। জীবনে আরাম ও সুবিধা বৃদ্ধি পাবে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য শুক্রের গমন বেশ লাভজনক এবং সুখকর হবে। কর্মজীবনে উপকৃত হবে। ভ্রমণের সুযোগ আছে, যা আপনার জন্য শুভ ফল দেবে।
** বৃষ রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে কর্মজীবনের দিক থেকে এগিয়ে যাওয়ার নতুন যোগ ঘটতে পারে। শুক্রের শুভ প্রভাবের কারণে বিদেশে কাজের প্রস্তাব পেতে পারেন। বিদেশ ভ্রমণেরও সুযোগ আসতে পারে। আপনি যদি এই সময়ের মধ্যে একটি নতুন ব্যবসা শুরু করেন তবে আপনার অগ্রগতির বেশ ভালো সম্ভাবনা রয়েছে ।
** কন্যা রাশির জাতক-জাতিকাদের জীবনে আসতে চলেছে প্রচুর অর্থ। মনের মানুষের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন, জীবনে রোমান্সের ছোঁয়া আসবে, স্বাস্থ্য ভাল থাকবে। চাকুরীজীবীদের ক্ষেত্রে থাকবে সময়। তাঁরা কাঙ্ক্ষিত পদ বা চাকরি পেতে সফল হতে পারেন। সুযোগ হাতছাড়া করেন না। জারা ব্যবসায়ী আছেন তাঁরা যদি কিছু নতুন কাজ করতে চান তবে অবশ্যই চেষ্টা করুন, সাফল্য পেতে পারেন।
** তুলা রাশির জাতক-জাতিকারা ফেব্রুয়ারির মাঝামাঝি নতুন চাকরি পেতে পারেন। এই চাকরি আপনাকে আর্থিক দিক থেকে বেশ সমৃদ্ধশালী করবে। জীবনে বিলাসিতা বৃদ্ধি পাবে । স্বাস্থ্যও ভাল থাকবে, বিলাসিতায় আপনার অর্থ ব্যয় হবে, দাম্পত্য জীবন সুখ বজায় থাকবে। মকর রাশিতেও শুক্র গমন করার কারণে, শুক্রের শুভ প্রভাব পড়বে। ব্যবসায়িকভাবে করা ভ্রমণ লাভজনক হবে। যারা নতুন চাকরি পেতে চান তাঁদের জন্ন ভাগ্য খুলে যেতে পারে। কেরিয়ারের দিক থেকে ১২ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ সময়টি খুব ভাল ফল দেবে । এই সময়ের মধ্যে কর্মজীবনে ভালো অগ্রগতি হবে।
** মীন রাশি জাতক-জাতিকাদের ক্ষেত্রে শুক্রের শুভ প্রভাবের কারণে জীবনসঙ্গীর কাছ থেকে আপনি ভালবাসা পাবেন। সঙ্গীর সঙ্গে সুন্দর মুহূর্ত কাটানোর সুযোগও পেতে পারেন। চাকুরীজীবীরা সবকিছু ভালো করে জেনে বুঝে দক্ষতার সঙ্গে কাজ করবেন যা কাজের খত্রে আপনায় ভাল ফল দেবে। আপনার কাজ প্রশংসসা লাভ করবে । আপনার জীবনে শুভ প্রভাব পড়বে। অংশীদারি ব্যবসায় ক্ষেত্রে বেশ লাভবান হবেন ।