মহানগর ডেস্ক: বিজেপি, কংগ্রেস, তৃণমূলের পর এবার প্রার্থী তালিকা প্রকাশ করল বামেরা (CPIM Candidate List)। যদিও বামেদের প্রার্থী তালিকা বাংলার জন্য। লক্ষ্মীবারে বিকেলেই ঘোষণা করা হয়েছে ১৬ জনের নাম। সকলের মতই এই তালিকাতে রয়েছে চমক। ১৬ জনের মধ্যে ১৪ জনই নতুন মুখ।
এক নজরে দেখে নিন কে কোথা থেকে দাঁড়াচ্ছেন…
নিতীশ চন্দ্র রায় – কোচবিহার
দেবরাজ বর্মন – দেবরাজ বর্মন
জয়দেব সিদ্ধান্ত – বালুরঘাট
এসএম সাদি – কৃষ্ণনগর
সুজন চক্রবর্তী – দমদম
সৃজন ভট্টাচার্য – যাদবপুর
সায়েরা শাহ হালিম – কলকাতা দক্ষিণ
দীপ্সিতা ধর – শ্রীরামপুর
মনদীপ ঘোষ – হুগলি
সব্যসাচী চট্টোপাধ্যায় – হাওড়া
সায়ন বন্দ্যোপাধ্যায় – তমলুক
বিপ্লব ভট্ট – মেদিনীপুর
নীলাঞ্জন দাশগুপ্ত – বাঁকুড়া
শীতল কৈবর্ত – বিষ্ণুপুর
নীরব খান – পূর্ব বর্ধমান
জাহানারা খাতুন – আসানসোল