মহানগর ডেস্ক: নিত্যনৈমিত্তিক সিলেবাসের সাথে শরীরচর্চা ভীষণ গুরুত্বপূর্ণ। জীবন গড়তে খেলাধুলার গুরুত্বও অপরিসীম। তাই প্রতিবছরের মতো এই বছরও ফেব্রুয়ারীর ছয় তারিখ মুর্শিদাবাদ জেলার সৈয়দপাড়া জুনিয়র হাই স্কুলে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। বেশ কয়েকদিন আগে থেকেই চলছিল তারই প্রস্তুতি। আজ ছিলো তার চূড়ান্ত দিন। সকাল থেকে সকল শিক্ষার্থীদের মধ্যে ছিল খুশির রেশ। অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের ছাত্রীরা সুন্দর নৃত্য পরিবেশন করে। একশ মিটার দৌড়, অঙ্ক দৌড়, মিউজিক্যাল চেয়ার, ক্রিকেট ম্যাচ ইত্যাদি নানান ইভেন্টে ছাত্র ছাত্রীদের উপস্থিতি ছিলো নজরকাড়া। পরবর্তী সময়ে বিভিন্ন বিভাগের কৃতীদের হাতে সার্টিফিকেট ও পুরষ্কার তুলে দেওয়া হয়। এছাড়াও বাকিদের উৎসাহিত করবার জন্য তাদেরও পুরষ্কার দেওয়া হয়। অনুষ্ঠান শেষে ছাত্রছাত্রীরা সকলে জানায় তারা ভীষণ খুশি। স্কুলের পক্ষ থেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিকাশ বাগদী মহাশয় জানান, ছাত্রছাত্রীরা যাতে ভবিষ্যতে তাদের প্রতিভা বিকাশের সুযোগ পায় তার জন্য এমন আরও অনুষ্ঠান আয়োজন করা হবে।
Sports News
দাবায় ভারতের সাফল্য কে যুব সমাজের কাছে পৌঁছে দিতে উদ্যোগ নিলো বেঙ্গল চেস এসোসিয়েশন
মহানগর ডেস্ক: বিশ্ব দাবায় ফের সেরা হলো ভারত। গুকেশের পর এবার ফিডে পরিচালিত বিশ্ব র্যাপিড দাবা প্রতিযোগিতায় (World Rapid Chess Championship) চ্যাম্পিয়ন হলেন কোনেরু হাম্পি (Koneru Humpy)। শেষ রাউন্ডের খেলায় তিনি হারান আইরিন সুকন্দরকে।
দাবার একের পর ভারতের সাফল্যের মধ্যেই পশ্চিমবঙ্গ জুড়ে দাবা কে আরো বেশী জনপ্রিয় করতে সচেষ্ট বেঙ্গল চেস এসোসিয়েশন, এই দাবা সংগঠনের ও ডুয়ার্স চেস একাডেমীর উদ্যোগে আলিপুরদুয়ারে আয়োজিত হলো ডুয়ার্স কাপ।
এই দাবা প্রতিযোগিতাতে আলিপুরদুয়ার, কুচবিহার ও ফালাকাটা থেকে ৫৫জন ছাত্র -ছাত্রী প্রতিযোগী অংশগ্রহণ করেন। কমন ওয়েলথ বিজয়ী গ্রান্ড মাস্টার অতনু লাহিড়ীর উপস্থিতি তে ফালাকাটার টুর্নামেন্ট বিজয়ী অঞ্জন মজুমদার, দ্বিতীয় স্থান অধিকারী রমেশ পরমার এবং তৃতীয় স্থান অধিকারী রিতেশ কুন্ডু পুরস্কার গ্রহণ করেন।সংবাদ মাধ্যমের কাছে অতনু লাহিড়ী বলেন,জেলাগুলোকে চাঙ্গা করতে না পারলে দাবা উন্নতি সম্ভব নয়৷রেটিং বাড়ানোর জন্য বিদেশে টুর্নামেন্ট খেলতে যাওয়া জরুরি৷ কিন্ত্ত অনেক দাবাড়ুর পরিবার সেই আর্থিক ক্ষমতা নেই৷ ফলে বহু দাবাড়ু এখানেই হারিয়ে যায়৷ এখান থেকেই দাবাড়ুদের উদ্ধার করতে হলে কলকাতা ও শিলিগুড়িতে আন্তজার্তিক টুর্নামেন্ট চালু করতে হবে৷ আর এই বিদেশ সফরের জন্য একটি তহবিল গড়ে তোলার স্বপ্ন দেখছেন তিনি।
বিক্রম ব্যানার্জী: আসন্ন 2025 আইপিএল মরশুমের নিলাম পর্ব শুরু হওয়ার আগেই নিজেদের ঘর গুছিয়ে নেওয়ার পরিকল্পনায় দলগুলি। এহেন আবহে চলতি বছরের চ্যাম্পিয়ন দল কলকাতা নাইট রাইডার্স তাদের আগামী বছরের টিমে বড়সড় পরিবর্তন আনতে চলেছে। জানা যাচ্ছে, 25 মরশুমে অধিনায়ক শ্রেয়াস আইয়ার, অজি তারকা মিচেল স্টার্ক ও আন্দ্রে রাসেলদের ছাঁটাই করতে পারে কেকেআর। কিন্তু চলতি বর্ষে যাদের লড়াই শাহরুখ দলের জয় এনে দিল তাদেরই বাদ দেওয়ার সিদ্ধান্ত কেন? উঠছে একাধিক প্রশ্ন।
শ্রেয়াস, রাসেল ও স্টার্ককে কেন বাদ দেবে কেকেআর?
সূত্র মারফত খবর, গত মরশুমে শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে কলকাতা ট্রফি জিতলেও দলের সাথে মতবিরোধের জন্য বাদ পড়তে পারেন এই ভারতীয় ক্রিকেটার। একই সাথে, 2012 সালের নিলামে শ্রেয়াসকে 12 কোটি টাকা দিয়ে কেনার পর নিজের ক্রীরাশৈলীর ছাপ সেভাবে রাখতে পারেননি খেলোয়াড়। পাশাপশি 2023 মরশুমে দলের হয়ে খেলতে দেখা যায়নি তাকে। এছাড়াও খেলোয়াড়ের পারফরম্যান্স খুব একটা সন্তোষজনক নয়। কেকেআরের হয়ে এখনও পর্যন্ত 29 ম্যাচে 140 স্ট্রাইক রেটে রান করেছেন 752। ফলে এবারে তার বাদ পড়ার সম্ভাবনা রয়েছে। অধিনায়কের পরই বাদের খাতায় নাম উঠতে পারে ধুরন্ধর অলরাউন্ডার রাসেলেরও। 2012 সালের পর থেকে দলকে দুর্দান্ত ছন্দে রেখেছিলেন এই তারকা অলরাউন্ডার।
তবে সাম্প্রতিক সময়ে ফিটনেস জনিত নানান সমস্যার কারণে খুব একটা ভাল পারফরম্যান্স দিতে পারছেন না রাসেল। কাজেই নতুন করে আগামী বছরের জন্য তাকে দলে নেওয়ার পক্ষপাতি নয় কেকেআর। ওয়েস্ট ইন্ডিজ তারকার পাশাপাশি গত মরশুমে দলে নেওয়া বিশ্বমানের খ্যাতিসম্পন্ন অস্ট্রেলিয়ান বোলার মিচেল স্ট্রাককেও ছাঁটাই করতে পারে কলকাতা। 24.75 কোটি দিয়ে খেলোয়াড়কে দলে নিলে 2024 বর্ষে আইপিএলের প্রথমদিকে সেভাবে জ্বলে উঠতে দেখা যায়নি তাকে। যদিও মরশুমের অন্তিম পর্বে এসে নিজের যাদু দেখিয়েছিলেন খেলোয়াড়। সব মিলিয়ে, অস্ট্রেলিয়ান বোলারের অতিরিক্ত বেতন ও পারফরম্যান্স নিয়ে যথেষ্ট চিন্তায় রয়েছে কেকেআর।
আরও পড়ুন: ফের জঙ্গি হামলা জম্মু ও কাশ্মীরে, কাঠগড়ায় পাকিস্তান
টেস্টের দ্বিতীয় সেশনে চোখে সর্ষের ফুল দেখছে বাংলাদেশ, ব্যাট হাতে দাপট অব্যাহত জর্জিদের
বিক্রম ব্যানার্জী: মঙ্গলবার চট্টগ্রাম টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নেমে অধিনায়ক এইডেন মার্করামকে 33 রানে ফিরতি পথ করেছিলেন তাইজুল ইসলাম। তবে অধিনায়কের চলে যাওয়া যেন প্রোটিয়াদের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ফলত, দ্বিতীয় সেশানে কব্জির জোর দেখাতে পারেনি বাংলাদেশের বোলাররা। সেই সাথে ঝোড়ো ব্যাটিং করে শতরানের গণ্ডি পার করেছে ডি জর্জি। পদ্মা পাড়ের দলকে বড় রানের লক্ষ্যে বাঁধতে তাকে সঙ্গ দিচ্ছেন সতীর্থ স্টাবসও।
দ্বিতীয় সেশানে দক্ষিণ আফ্রিকার সামনে গলদঘর্ম অবস্থা বাংলাদেশের
প্রথমদিকে সাফল্য পেলেও বিরতির পর দ্বিতীয় সেশানে দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের সামনে যেন হাঁপিয়ে উঠছে বাংলাদেশের বোলাররা। অপরদিকে তাইজুলদের একের পর এক বলে রান সুনিশ্চিত করে চলেছে দক্ষিণ আফ্রিকার দুই ব্যাটসম্যান। মার্করাম মাঠ ছাড়ার পর জর্জি ও স্টাবসের কাঁধে চেপে এগিয়ে চলছে দক্ষিণ আফ্রিকার রানের তরী। ইতিমধ্যেই সেঞ্চুরি হাঁকিয়ে প্রতিপক্ষকে নিজের অবস্থান জানান দিয়েছেন জর্জি। সেই সাথে, টি স্টাবসও দ্রুত এগিয়ে চলেছেন শতরানের লক্ষ্যে।
প্রতিবেদনটি লেখার আগে পর্যন্ত মাত্র 1 উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ 61 ওভার শেষে 221 রান। অন্যদিকে বল হাতে উইকেট ভাঙ্গার লক্ষ্যে অনড় বাংলাদেশি বোলাররা প্রতি মুহূর্তে চমক দেখাতে ব্যর্থ হয়ে পড়ছেন। শান্তদের বিরুদ্ধে এখনও পর্যন্ত 164 টি বল খেলে 8টি চার এবং 2টি ছয় সহযোগে 103 রান করেছেন ডি জর্জি। অন্যদিকে 151 বলে 82 রান হাঁকিয়েছেন স্টাবস। দুই দক্ষিণ আফ্রিকান ব্যাটারেরই লক্ষ্য মাঠে টিকে থেকে বড় রানের লক্ষ্য স্থির করা। যদিও সেই পথে কাঁটা ছড়ানোর চেষ্টায় রয়েছেন বাংলাদেশের বোলাররা। দিন শেষে পাল্লা ভারী হয় কোন দলের এখন সেটাই দেখার।
আরও পড়ুন: মঙ্গলের মাটিতে পাওয়া গেল অদ্ভুত সবুজ দাগ, চিন্তায় নাসার বিজ্ঞানীরা!
বিক্রম ব্যানার্জী: বাংলাদেশের অন্যতম ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে বেশ কয়েকদিন ধরেই দানা বেঁধেছে জল্পনা। প্রথমে ঘরের মাঠে টেস্ট খেলা থেকে বিরত থাকা এবং তারপর দেশে না ফেরার সিদ্ধান্ত, সব মিলিয়ে বর্তমানে যথেষ্ট দুবিধায় দিন কাটাচ্ছেন বাংলাদেশী খেলোয়াড়। নিরাপত্তা জনিত সংশয়ের কারণে দেশে না ফেরায় দক্ষিণ আফ্রিকা সিরিজেও দেখা মিলবে না তার। একই সাথে টেস্ট ও টি-টোয়েন্টির পর আশা ছিল হয়তো আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজে পদ্মা পাড়ের দলকে সঙ্গ দেবেন। তবে এবার সেই আশাও একপ্রকার নস্যাৎ হয়ে যাওয়ার পথে।
ওয়ানডেতেও কী খেলবেন না সাকিব আল হাসান?
আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন 3 দিনের ওয়ানডে ম্যাচে হয়তো মাঠে নামতে পারেন সাকিব, মূলত এই আশাতেই বুক বেঁধেছিলেন ভক্তরা। তবে আফগানিস্তানের বিরুদ্ধে সাকিবের উপস্থিতি একপ্রকার অনিশ্চিত হয়ে পড়ল। প্রাপ্ত তথ্য অনুযায়ী, আরব আমিরাতে শত্রু পক্ষের বিরুদ্ধে মাঠে নামবেন কিনা তা নিয়ে নিজেই সেভাবে কিছু ঠিক করে উঠতে পারছেন না সাকিব। সম্প্রতি সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের ক্রিকেট তারকা জানান, ‘আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ানডে খেলব কিনা সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বলার কথা। তবে বোর্ড চাইলে খেলতে প্রস্তুত।’
প্রসঙ্গত, টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের পর আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন ওয়ানডে ম্যাচগুলিতে খেলার কথা ছিল তার। তবে জাতীয় দলে সাকিবের উপস্থিতি সম্পর্কে এখনও পর্যন্ত খোলসা করে কিছুই জানায়নি বিসিবি। এদিকে 6 নভেম্বরের আফগানিস্তান সিরিজ আর বেশি দূরে নেই। কাজেই ওয়ানডের প্রাক গুরুত্বপূর্ণ সময়ে সাকিব আল হাসানকে নিয়ে বোর্ড কোনও রকম সিদ্ধান্ত না জানানোয়ে ওয়ানডে টেস্ট নিয়ে একপ্রকার ঝুলে রয়েছেন বাংলাদেশের ধুরন্ধর অলরাউন্ডার।
আরও পড়ুন: ভারতে অনুপ্রবেশকারী বাংলাদেশীদের মধ্যে বেশিরভাগই মুসলমান, মন্তব্য আসামের মুখ্যমন্ত্রীর
বিক্রম ব্যানার্জী: ব্রাজিলের শীর্ষ লিগে শনিবার ক্রুজেইরোর বিপক্ষে মাঠে নামে আথলেতিকো পালমেইরাসের ফুটবলাররা। তবে গোটা ম্যাচে পালমেইরাসের বিরুদ্ধে এক ফোটাও জায়গা গড়ে উঠতে পারেনি ক্রুজেইরো বাহিনী। ফলত, প্রতিপক্ষের কাছে 3-0 ব্যবধানে হারের পর মাঠ ছাড়তে হয় তাদের। তবে বিষয়টি এখানেই থেমে যেতে পারত। যদিও তা হয়নি, বিরাট ব্যবধানে জিতে ক্রুজেইরোর সমর্থকদের ওপর চড়াও হয় পালমেইরাসের সমর্থকরা। যার ফলস্বরূপ দুই দলের সমর্থকদের সংঘর্ষে প্রাণ যায় এক ব্রাজিলিয়ান ফুটবল ভক্তের।
দুই দলের সমর্থকদের সংঘর্ষে প্রাণ গেল এক যুবকের
90 মিনিটের পর এক্সট্রা টাইমের খেলা শেষে পরাজয় স্বীকার করে হরিজন্তে ফিরছিলেন ক্রুজেইরোর সমর্থকরা। সেই উদ্দেশ্যে বাসেও চেপেছিলেন সকলে। তবে পরিস্থিতি যে এতটা জটিল হবে এ কথা কল্পনাতেও ভাবেননি কেউই। ক্রুজেইরোর সাপোর্টাররা ফিরতি পথ হয়েছেন এমন সময়ে তাদের ওপর চড়াও হয় পালমেইরাসের একাধিক উগ্র সমর্থক। দুই পক্ষের মধ্যে চলে তুমুল হাতাহাতি। সূত্রের খবর, প্রতিদ্বন্দ্বী দলের সমর্থকদের বাসে আগুন লাগিয়ে দেয় পালমেইরাসের সমর্থকরা। এদিকে বাকিরা ক্রুজেইরো সমর্থকদের লাথি ঘুষি, চর যে যা পারছে মারতে শুরু করেছে।
দুই পক্ষের তুমূল সংঘর্ষে প্রাণ যায় 30 বছর বয়সী এক ক্রুজেইরো সমর্থকের। একই সঙ্গে স্থানীয় গণমাধ্যমের তরফে 12 জন সমর্থকের হতাহতের খবর প্রকাশ্যে আনা হয়েছে। যদিও ইতিমধ্যেই সমর্থকদের করুন অবস্থার কথা জানিয়ে দুঃখ প্রকাশ করেছে ব্রাজিলিয়ান ফুটবল ক্লাব ক্রুজেইরো। সেই সাথে আরও বেশ কয়েকজনের আহত হওয়ার খবর জানিয়েছে ক্লাবটি। সমর্থকদের আহত হওয়ার ঘটনায় সামাজিক মাধ্যমে পোস্ট করে ক্রুজেইরো জানায়, ‘ফের ব্রাজিল সমর্থকদের সহিংসতার ঘটনায় আমরা গভীরভাবে দুঃখিত।’
বিক্রম ব্যানার্জী: পাকিস্তানের বিরুদ্ধে 14 নভেম্বর টি টোয়েন্টি সিরিজ শুরু করতে চলেছে অস্ট্রেলিয়া। আর তার আগেই দল ঘোষণা করে দিয়েছে গ্লেন ম্যাক্সওয়লের দেশ। তবে দলে কারা কারা থাকছেন সেই প্রথম একাদশ ঘোষণা করলেও দলকে নেতৃত্ব কে দেবেন অর্থ্যাৎ অধিনায়কের নাম প্রকাশ করেনি ক্রিকেট অস্ট্রেলিয়া। সেই সাথে, মিচেল স্টার্ক, ক্যামেরন গ্রিন, প্যাট কামিন্স, ট্রাভিস হেড, মিচেল মার্শ ও হ্যাজলউডদের দেখা মিলবে না পাকিস্তান সিরিজে।
অধিনায়কহীন দল ঘোষণা অস্ট্রেলিয়ার
ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে পাকিস্তান টি টোয়েন্টি সিরিজ। তবে সেই মহাযুদ্ধের প্রথম ত্রয়োদশে দেখা নেই দলের পরিচিত মুখেদের। নেপথ্যে যদিও একাধিক কারণ। মেরুদণ্ডের নিম্নাংশে অস্ত্রোপচারের জন্য দলে নেই অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। পিতৃত্বকালীন ছুটি কাটাচ্ছেন হেড ও মার্শ। অন্যদিকে আসন্ন গাভাস্কার ট্রফিতে খেলবেন কামিন্স, হ্যাজলউড ও স্টার্ক। ফলত পাকিস্তানের বিপক্ষে ঘোষিত দলে নাম নেই ধুরন্ধরদের।
তবে পাকিস্তানের বিরুদ্ধে ক্রিকেট অস্ট্রেলিয়ার 13 সদস্যের দ্বিতীয় সারির দলে রয়েছেন অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল, অ্যাডাম জাম্পা ও স্টয়নিস। কিন্তু আশ্চর্যের বিষয় প্রতিভাশালী ক্রিকেটাররা থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত দলের অধিনায়কের নাম ঘোষণা করেনি অস্ট্রেলিয়া। যদিও মনে করা হচ্ছে ম্যাক্সওয়েলদের মধ্যেই কাউকে পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের নেতৃত্বের দায়িত্ব কাজে তুলতে হতে পারে। এখন দেখার অস্ট্রেলিয়ার নতুন অধিনায়ক হিসেবে কার নাম উঠে আসে বোর্ডের ঘোষণায়।
এক নজরে পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার স্কোয়াড
শন অ্যাবট, জাভিয়ের বার্টলেট, নাথান এলিস, টিম ডেভিড, কুপার কনোলি, জেইক ফ্রেজার-ম্যাগার্ক, জশ ইংলিস, অ্যারন হার্ডি, স্পেন্সার জনসন, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, অ্যাডাম জাম্পা ও মার্কাস স্টয়নিস।
আরও পড়ুন: দ্বিতীয় টেস্টেও জেতা হল না ভারতের, নিজেদের অস্ত্রেই ঘায়েল রোহিত ব্রিগেড
বিক্রম ব্যানার্জী: এ যেন খানিকটা বিগত বাংলাদেশ সিরিজ শেষের পুনরাবৃত্তি! এক ম্যাচ বাকি থাকতেই ভারতকে হারাল নিউজিল্যান্ড। প্রথম টেস্টে বেঙ্গালুরুর ময়দানে সরফরাজ ও পন্থদের হাড় ভাঙ্গা পরিশ্রমের ফল পায়নি ভারত। ফলত পরাজয়ের দুঃখ নিয়েই পুনেতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট শুরু করে রোহিত ব্রিগেড। তবে সেখানেও হারতে হল তাদের। সেই সাথে, ভারতকে পরাস্ত করে প্রথমবারের জন্য কোহলিদের ঘরের মাঠে জিতল নিউজিল্যান্ড।
দ্বিতীয় টেস্টেও জেতা হল না ভারতের
পুনের মাটিতে কিউই স্পিনারদের খেলতে গলদঘর্ম অবস্থা হয়েছিল ভারতীয় ব্যাটারদের। বিদেশি মিচেল স্যান্টনার একার হাতে দুই ইনিংস মিলিয়ে 13টি উইকেট তুলেছেন। এদিকে রোহিত- কোহলি-পন্থরা দ্বিতীয় ইনিংসের শুরুতে নিউজিল্যান্ডের ঠিক করে দেওয়া 259 রানের লক্ষ্য তাড়া করে 156 তেই প্রথমার্ধ শেষ করে। দ্বিতীয় ইনিংসে পৌঁছে ল্যাথাম বাহিনীর 359 রানের লক্ষ্য পূরণ করার স্বপ্ন দেখেছিল রোহিত শর্মারা। তবে সেখানেও সাথ দিল না ভাগ্য। 255 রানের পরই থেমে যায় ভারতের চাকা। সেই সাথে 113 রানের বিরাট ব্যবধানে জয় হাসিল করে নিউজিল্যান্ড।
প্রসঙ্গত, ভারতের বিরুদ্ধে জয়ের একটা বড় অংশ যায় নিউজিল্যান্ডের স্পিনারদের দিকেই। ম্যাচ শুরুর প্রথম থেকেই ভারতের ব্যাটেরদের চমক দেখাচ্ছিলেন তারা। প্রথম ইনিংসেই 7 উইকেট তুলে ভারতের বদলা নেন স্যান্টনার। যেই স্পিন নিয়ে কঠিন থেকে কঠিনতর পরিস্থিতি উদ্ধার করেছে ভারত, সেই স্পিনাররাই ভারতের পরাজয়ের সবচেয়ে বড় কারণ হয়ে উঠল। তাও আবার সেই দলের কাছে যারা কিনা গত টেস্ট সফরে শ্রীলঙ্কার স্পিনারদের কব্জির জোরের সামনে মাথা নত করেছিল। ঘরের মাঠে ভারতের এই পরাজয় 12 বছরের ইতিহাসে প্রথম। যার জেরে তুমুল সমালোচিত হচ্ছেন দেশের হয়ে রান করতে ব্যর্থ বিরাট কোহলি ও রোহিত শর্মারা। শেষ ম্যাচের রণক্ষেত্র মুম্বই। সেখানেও কী একই অবস্থা হবে ভারতের? নাকি পরাজয় কাটিয়ে পুরনো ছন্দে ফিরবে দল? উত্তর মিলবে খুব শীঘ্রই।
আরও পড়ুন: ইজরায়েলে হামলার তোড়জোড় শুরু করে দিয়েছে ইরান! কঠিন হতে পারে শেষের প্রতিশোধ
বিক্রম ব্যানার্জী: বিগত টেস্ট সিরিজে ভারতের কাছে হোয়াইটওয়াশ হতে হয়েছে পদ্মা পাড়ের দল বাংলাদেশকে। যার সম্পূর্ণ দায়ভার গিয়ে পড়েছে দলের বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ওপর। দলের পরাজয়ে শান্তর অধিনায়কত্ব নিয়েও উঠেছিল একাধিক প্রশ্ন। এহেন আবহে শোনা যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক পদ থেকে থেকে সরে যেতে পারেন ক্রিকেট তারকা। ফলত শান্তর পর দলের অধিনায়ক কে হবেন তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা।
বাংলাদেশের অধিনায়ক পদ ছাড়ছেন শান্ত!
প্রাপ্ত তথ্য অনুযায়ী, দক্ষিণ আফ্রিকা সিরিজের পরই বাংলাদেশের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শান্ত। সম্প্রতি এমনই এক তথ্য প্রকাশ করেছে ক্রিকেট সংক্রান্ত একটি ওয়েবসাইট। যেখানে স্পষ্ট করে বলা হয়েছে, বাংলাদেশ দলের অধিনায়ক পদ থেকে শান্তর ইস্তফা এক প্রকার ফাইনাল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান ফারুক আহমেদ বিদেশ থেকে ফিরলেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে।
শান্তর নেতৃত্ব ছাড়ার প্রসঙ্গে বিসিবির এক কর্মীও এই বিষয়ে মত দিয়েছেন। তিনি বলেন, ‘দলের অধিনায়ক পদ ছেড়ে দেওয়ার কথা বোর্ডকে আগেই জানিয়েছিল শান্ত।’ বাংলাদেশের হয়ে অধিনায়কত্ব করার বিষয়ে অনিচ্ছা প্রকাশ করে শান্তর বক্তব্য, ‘তিনি বোর্ড প্রধানের অনুমোদনের আশায় রয়েছেন। তার কাছ থেকে অনুমতি পেলেই নেতৃত্ব ছাড়বেন খেলোয়াড়।’ তবে দক্ষিণ আফ্রিকা সিরিজের পর অধিনায়ক পদ থেকে শান্ত ইস্তফা দিলে দল যে সমস্যায় পড়বে এ কথা বলার অপেক্ষা রাখে না।
যদিও শান্তর পর দেশের ক্রিকেট দলে অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন দুই খেলোয়াড়। বোর্ডের এক কর্মকর্তা জানান, ‘আগামী দিনে বাংলাদেশের টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে মেহেদি হাসান মিরাজের কথা ভাবা হচ্ছে। সেই সাথে টি-টোয়েন্টির অধিনায়ক হিসেবে দেশের দায়িত্ব কাঁধে তুলে নিতে পারেন তাওহিদ হৃদয়।’ তবে কোনও কিছুই এখনও পর্যন্ত স্পষ্ট নয়। বাংলাদেশ ক্রিকেট দলে কী পরিবর্তন হচ্ছে তা জানা যাবে শান্তর অধিনায়কত্ব ছাড়ার পরই।
ভারতকে নিয়ে ঠাট্টায় মজলেন পাকিস্তানের প্রাক্তন বোর্ড প্রধান! ফোনের রিংটোনে রোহিতদের 46 রানে অলআউট ইনিংস
বিক্রম ব্যানার্জী: ক্রিকেট যুদ্ধে চির প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। দুই দেশের ক্রিকেটারদের মধ্যেও সেই ছাপ সুস্পষ্ট। বিভিন্ন সময়ে একে অপরকে নিয়ে নানান টোন টিটকিরিও কাটতে শোনা যায় খেলোয়াড়দের। সম্প্রতি এমনই এক ঘটনা ঘটিয়েছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার তথা বোর্ড প্রধান রমিজ রাজা। ক্রিকেটারের হাস্যরসের উৎস নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের 46 রানের অলআউট ইনিংস।
ভারতকে নিয়ে হাসি ঠাট্টায় মাতলেন রমিজ!
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে রোহিত ব্রিগেডের 46 রানের অলআউট হয়ে যাওয়া হাসির খোরাক জুগিয়েছে পাকিস্তানের প্রাক্তন বোর্ড প্রধান রমিজ রাজাকে। যদিও সেই ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে 400 রানের গণ্ডি পার করেছিল ভারত। সরফরাজ ও পন্থের কাঁধে চেপে 462 রান তুললেও প্রথম টেস্টে জেতা হয়নি ভারতের।
আর সেই হারের পূর্ব মুহূর্ত অর্থাৎ লজ্জাজনক 46 রানের অলআউট ইনিংস নিজের ফোনের রিংটোন হিসেবে রেখেছেন রমিজ। যেই কথা পাকিস্তান বনাম ইংল্যান্ড টেস্ট চলাকালীন এক ধারাভাষ্যে জানিয়েছেন তিনি। ধারাভাষ্য কক্ষ থেকে খানিকটা মজার ছলে ভারতকে উদ্দেশ্য করে রমিজ বলেন, ভারতের 46 রানে অলআউট হয়ে যাওয়ার কথা তাকে জানিয়েছিলেন মাইকেল আথারটন। এরপরই সেই ঘটনাকে স্মৃতি হিসেবে রাখতে 46 অলআউট মোবাইল রিংটোন বানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, 46 রানে অলআউট হয়ে যাওয়ার ঘটনা একেবারেই নতুন নয়। এর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাত্র 36 রানে 10 উইকেট খুইয়েছিল ভারত। কাজেই একাধিক বিশ্বমানের রেকর্ডের পাশাপাশি স্বল্পরানের রেকর্ডও গড়েছে ভারতীয় দল। যদিও প্রথম টেস্টের 46 রানের ইনিংস সম্পর্কে অধিনায়ক রোহিত শর্মা নিজের ভুল বুঝে উইকেট না চেনার কথা স্বীকার করেছিলেন। বর্তমানে পুনের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলছে ভারত। আর সেখানেই কিউইদের ঠিক করে দেওয়া 359 রানের লক্ষ্য তাড়া করছে রোহিত বাহিনী।
আরও পড়ুন: শান্তিতে নোবেল জিতেও ভুগতে হচ্ছে সাজা, বাড়ান হল আরও 6 মাসের কারাদণ্ড