বিক্রম ব্যানার্জী: বহু আগেই ভারত সহ বাংলাদেশ, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডার মতো একাধিক দেশে বাতিল হয়েছে টিকটক। সেই সাথে দেশগুলি থেকে নিজের ব্যবসা গুটিয়ে নিয়েছে সোশ্যাল প্ল্যাটফর্মের সংস্থাটি। তবে সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী, চিনের ধনী ব্যক্তিদের তালিকায় শীর্ষে রয়েছেন টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সের অন্যতম প্রতিষ্ঠাতা ঝাং ইমিং। দেশের ধনী ব্যবসায়ীদের তালিকায় তার শীর্ষে থাকার খবর জানিয়েছে হুরুন রিসার্চ ইনস্টিটিউট।
চিনের ধনী ব্যক্তিদের তালিকায় শীর্ষে টিকটক প্রতিষ্ঠাতা
সাম্প্রতিক একটি তথ্য প্রকাশ করে হুরুন রিসার্চ ইনস্টিটিউটের তরফে জানানো হয়েছে, চিনের ধনী ব্যাবসায়ীদের তালিকায় শীর্ষে নাম রয়েছে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম টিকটকের মেইন সংস্থা বাইটড্যান্সের সহ প্রতিষ্ঠাতার। ইনস্টিটিউট জানিয়েছে, বর্তমানে বাইটড্যান্সের সহ প্রতিষ্ঠাতা ঝাং ইমিং নামক ব্যবসায়ীর মোট সম্পত্তির পরিমাণ 4 হাজার 930 কোটি ডলার। গত বছরের নিরিখে যা প্রায় 43 শতাংশ বেশি।
যদিও বাইটড্যান্স সংস্থাটি এখন সম্পূর্ণ ঝাংয়ের মালিকানাধীন নয়। 2021 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের এক প্রতিষ্ঠানের কাছে কোম্পানিটি বিক্রি করে দেওয়ার চাপ পেয়েছিলেন ঝাং। সূত্র বলছে, মার্কিন প্রতিষ্ঠানের তরফে হুমকি দিয়ে বলা হয়েছিল, কোম্পানি হস্তান্তর না করলে 2025 সালের মধ্যে আমেরিকায় বন্ধ হয়ে যাবে টিকটক। তবে টিকটক ও বাইটড্যান্স দুই কোম্পানির তরফেই জানানো হয়েছে তারা প্রভাব মুক্তভাবে কাজ করে। কোম্পানির তদারকির দায়িত্ব ছেড়ে দিলেও বর্তমানে বাইটড্যান্স সংস্থায় 20 শতাংশ শেয়ার রয়েছে ঝাং ইমিংয়ের ।
মার্কিন চাপের মধ্যে থেকেও 2023 সালে প্রায় 60 শতাংশ অতিরিক্ত লাভ ঘরে এনেছে ইমিংয়ের কোম্পানি। সেই সঙ্গে চমকেছে প্রতিষ্ঠাতা ইমিংয়ের ভাগ্যও। হুরুন রিসার্চ ইনস্টিটিউটের প্রধান জানান, ‘মাত্র 26 বছর বয়সে চিনের ধনী ব্যবসায়ীদের তালিকায় শীর্ষে নাম লেখানো 18 তম ব্যক্তি ঝাং। তার আগে এই তালিকায় নাম তুলেছিলেন আমেরিকার মাত্র চারজন ধনী ব্যক্তি। আর তারা হলেন, ইলন মাস্ক, বিল গেটস, ওয়ারেন বাফেট ও জেফ বেজোস।’
আরও পড়ুন: 54 বছর পর হারানো আংটি ফিরে পেলেন যুদ্ধবিমানের পাইলট