মহানগর ডেস্ক :কেউ (Cancer) আক্রান্ত কিনা, এবার তা সঠিকভাবে শনাক্ত করতে পারবে আর্টিফিসিয়াল ইন্টালিজেন্স মডেল (Now AI Tool Can Detect Cancer)। গবেষক,চিকিৎসক ও বিজ্ঞানীরা এমনই এক কৃত্রিম বুদ্ধিবৃত্তির মডেল তৈরি করেছেন। গবেষকরা জানিয়েছেন এটি রোগ নির্ণয় দ্রুত করতে পারবে এবং আক্রান্তদের ফাস্ট ট্রাক চিকিৎসার ব্যবস্থা করবে।
লন্ডনের ইনস্টিটিউট অব ক্যানসার রিসার্চ ও লন্ডনের ইম্পেরিয়াল কলেজের বিশেষজ্ঞদের নকশা করা এইআই যন্ত্রটি অনেকবেশি দক্ষতা ও কার্যকরভাবে কাজ করবে। রোগীর সিটি স্ক্যানে কোষের অস্বাভাবকি বৃদ্ধিতে ক্যানসারের ইঙ্গিত মিলছে কিনা, তাও জানা যাবে। ল্যানসেটের এবিওমেডিসিন জার্নালে গবেষকদের এই তথ্যগুলি প্রকাশিত হয়েছে।
রয়াল মারসডেনে কর্মরত ইমপেরিয়াল কলেজের ক্লিনিকাল রিসার্চ ফেলো ও ক্লিনিকাল অঙ্কোলজি রেজিস্টার ড. বেঞ্জামিন হান্টার জানিয়েছেন ভবিষ্যতে তাঁরা আশা রাখছে ক্যানসার চিহ্নিত ও তার সঠিক চিকিৎসা করতে পারবে।
যাঁদের বড় রকমের ঝুঁকি রয়েছে এবং তাঁদের মারণ ক্যানসারের আগেভাগে আশঙ্কাকে চিহ্নিত করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে পারবে এই কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন যন্ত্রটি। গবেষণার জন্য গবেষকদলটি বড় ধরণের ফুসফুসে যাতে গুটিকা থেকে
রস নিঃসরণ হয়ে থাকে, তাঁদের রেডিওমিক্স ব্যবহার করে আর্টিফিসিয়াল ইন্টালিজেন্স আল গোরিদম তৈরি করেন। এই পদ্ধতিতে মানুষের চোখ এড়িয়ে যাওয়া গুরুত্বপূর্ণ তথ্য বের করে আনতে সক্ষম হন।
এরপর এরিয়া আন্ডার দি কার্ভ পদ্ধতি ব্যবহার করে দেখা হয় এটি কতটা কার্যকর। যদি এ ধরণের মডেল এরিয়া আন্ডার দি কার্ভ পেয়ে যা,তাহলে ০.৫ শতাংশ আশা করা যায়। ফলে ক্যানসারে নির্ণয়,চিকিৎসায় মানুষের চেয়ে কৃত্রিম বুদ্ধিমত্তাই এখন ধীরেধীরে সেই জায়গাটা নিতে চলেছে।