বিক্রম ব্যানার্জী: মঙ্গলবার গাজা ও লেবাননে হওয়া ইজরায়েলি হামলায় মোট 220 জনের মৃত্যুর খবর সামনে এসেছে। এদিকে ইরানে হামলার সমাপ্তি ঘোষণা করেও লেবাননে ইজরায়েলের আক্রমণের প্রতিশোধ নিতে মুখিয়ে রয়েছে সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। এহেন আবহে বুধবার ফিলিস্তিনি জনগণের সমর্থনে ইজরায়েলে ড্রোন হামলা চালানোর দাবি জানিয়েছে ইরাকের সশস্ত্র গোষ্ঠী দ্য ইসলামিক রেজিস্ট্যান্স।
ইজরায়েলে ড্রোন হামলা ইরাকের সশস্ত্র সংগঠনের!
এক প্রতিবেদন মারফত খবর, ইহুদিবাদীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওঠা ফিলিস্তিনিদের সমর্থনে ইজরায়েল অধিকৃত উত্তর অঞ্চলে ড্রোন হামলা চালিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানার কথা জানিয়েছে ইরাকভিত্তিক দ্য ইসলামিক রেজিস্ট্যান্স নামক সশস্ত্র সংগঠনটি। প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় হওয়া ভয়ঙ্কর ইজরায়েলি হামলায় পক্ষ নেওয়া ওয়াশিংনের প্রতিশোধ নিতে ইরাকসহ প্রতিবেশী দেশ সিরিয়ার মার্কিন সামরিক ঘাঁটিতেও আক্রমণ করেছে এই সশস্ত্র সংগঠন।
সূত্র বলছে, গাজা যুদ্ধের পর থেকেই সংগঠনটি ইরাক ও সিরিয়ার পার্শ্ববর্তী অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে একাধিক মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে। এছাড়াও হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহর মৃত্যুর পর বেশ কয়েকবার ইজরায়েলকে লক্ষ্য বানিয়ে হামলা চালিয়েছে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী দ্য ইসলামিক রেজিস্ট্যান্স। বুধবারের হামলা তাতে নতুন মাত্রা যোগ করবে বলাই যায়। যদিও সংগঠনটির ড্রোন হামলা প্রসঙ্গে কিছুই জানায়নি ইজরায়েলের সামরিক বাহিনী।
আরও পড়ুন: অভাবের তাড়নায় 25 দিনের কন্যা সন্তানকে 30 হাজারে বিক্রি করলেন মা-বাবা!