মহানগর ডেস্ক: জনস্বার্থ মামলা দায়ের হয়েছে সিবিআই (CBI) প্রধান সুবোধ কুমার জয়সওয়ালের বিরুদ্ধে। প্রশ্ন উঠছে, তাঁর নিয়োগ নিয়ে। বৃহস্পতিবার মামলার ভিত্তিতে সুবোধ কুমার জয়সওয়াল (Subodh Kumar Jaiswal) সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের কাছে নোটিস গিয়েছে বোম্বে হাইকোর্টের (Bombay High court) থেকে। আগামী ১৮ জুলাইয়ের মধ্যে এই বিষয়ে জবাব জানতে চেয়েছে বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি এমএস কার্নিকের ডিভিশন বেঞ্চ।
জানা গিয়েছে, জনস্বার্থ মামলার আবেদনে বলা হয়েছে ১৯৪৬-এ দিল্লি পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যাক্ট অনুযায়ী সিবিআই প্রধান হওয়ার জন্য অভিজ্ঞতা নেই আইপিএস অফিসার সুবোধ কুমার জয়সওয়ালের। মামলার আবেদনে বলা হয়েছে সেকশন ৪এ-তে দুর্নীতি বিরোধী মামলার ক্ষেত্রে যে দক্ষতা থাকা উচিত তা তাঁর নেই। এদিকে এর আগে এক দায়রা আদালত ও সুপ্রিম কোর্ট সুবোধ কুমারের নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দলের তদন্তের ক্ষেত্রে জারি করেছিল বিধি-নিষেধ। প্রশ্ন উঠছে তাঁর বিশ্বাসযোগ্যতা নিয়ে। দাবি করা হয়েছে, সিবিআই-এর ডিরেক্টর নিয়োগের জন্য গঠিত কমিটি কোনও বিষয় খতিয়ে দেখে নি।
আরও পড়ুন: একই মঞ্চে মোদি-ঠাকরে! ‘মুম্বই সমাচারের’ ২০০ তম বার্ষিকী উদযাপনে যোগ দেবেন নমো
সূত্র অনুযায়ী, ডিরেক্টর হিসেবে সুবোধ কুমার জয়সওয়ালের নিয়োগ খারিজ করার আবেদন করা হয়েছে। তাঁকে দেখাতে হবে, কোন কর্তৃত্বের জোরে তিনি সিবিআই-এর ডিরেক্টর পদে বসে আছেন! উল্লেখ্য ২০২২-এ বিখ্যাত ‘তেলগি স্ট্যাম্পপেপার কেলেঙ্কারি’ মামলার তদন্তে বিশেষ তদন্তকারী দলের নেতৃত্ব দিয়েছিলেন এই সিবিআই প্রধান। ২০০৩-এ আব্দুল করিম তেলগি নামের এক জালিয়াতির বিরুদ্ধে ১৩০ কোটি টাকারও বেশি মূল্যের স্ট্যাম্পপেপার জালিয়াতির অভিযোগ উঠেছিল। বেশ কয়েকজন পুলিশ কর্তারা নামও জড়িয়েছিল তাতে।
এমনকি সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল মুম্বই পুলিশের স্পেশাল ব্রাঞ্চের তৎকালীন ডেপুটি কমিশনারকে। পরে যদিও তিনি নির্দোষ প্রমাণিত হয়েছেন। তবে এই তদন্তেই গাফিলতির কারণে সুবোধ কুমারের দলের উপর বিধিনিষেধ জারি করেছিল আদালত। তিন বছর ভারতীয় গুপ্তচর সংস্থার রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং-এর অতিরিক্ত সচিব পদের দায়িত্বে থাকা এই ব্যক্তিত্বের বিরুদ্ধে আজ জনস্বার্থ মামলা করা হয়েছে।