মহানগর ডেস্কঃ গরু পাচার মামলায় এবার নতুন মোড়। এবার সিবিআইয়ের নজরে অ্যাগ্রোকেম ফুড প্রাইভেট লিমিটেড নামক এক সংস্থা। এই সংস্থার সঙ্গে যুক্তদের মধ্যে অন্যতম নাম অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল। সূত্রের খবর এই সংস্থার অন্যতম গুরুত্বপূর্ণ পদে রয়েছেন অনুব্রত ঘনিষ্ঠ বিদ্যুৎবরণ গায়েন। মঙ্গলবার সিবিআইয়ের তরফে বোলপুরে অভিযান চালানো হয়। সেখানে চালকল ব্যবসায়ী সঞ্জীব মজুমদারকে অস্থায়ী ক্যাম্পে তলব করা হয়। এই সঞ্জীব মজুমদারও অনুব্রত ঘনিষ্ঠ বলে দাবি স্থানীয়দের। জানা যাচ্ছে, তিনি দুটি চাল মিল এবং একটি আটা মিলের মালিক।
গরুপাচার কাণ্ডে গ্রেফতার হওয়ার পর থেকেই কেন্দ্রীয় গোয়েন্দাদের নজর অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডলের সম্পত্তির উপরে। ইতিমধ্যেই বোলপুরের নিচুপট্টিতে একটি দশ বিঘা সম্পত্তি নিয়ে বেশ তোলপাড় শুরু হয়েছে। এই জমির মালিকানার সঙ্গে অনুব্রত মণ্ডলের মেয়ের কোনও যোগাযোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি সিবিআইয়ের নজরে একাধিক রাইস মিলের মালিকানা।
সিবিআই সূত্রের খবর এখনও পর্যন্ত নামে বেনামে ৪৫ টি সম্পত্তির মালিকানা খতিয়ে দেখছেন তাঁরা। অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার ৫৭ দিনের মাথায় তাঁর নামে চার্জশিট জমা পড়েছে সিবিআইয়ের তরফে। ৩৫ পাতার চার্জশিটে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পর্কিত বিস্তারিত তথ্যের উল্লেখ রয়েছে। অনুব্রত মণ্ডলের ব্যাঙ্কে ১৮ কোটির ফিক্সড ডিপোজিট আছে বলে চার্জ শিটে এমনই উল্লেখ রয়েছে। একইসঙ্গে ৫৩টি দলিলের উল্লেখ করা হয়েছে চার্জশিটগুলিতে। এই দাপুটে তৃণমূল নেতা সংবাদ মাধ্যমকে জানান, তাঁর কোনও বেনামী সম্পত্তি নেই। তদন্তের বিষয়ে যাবতীয় সাহায্য করছেন বলেও দাবি করেন তিনি। এই মুহূর্তে অনুব্রত মণ্ডলের সম্পত্তি খতিয়ে দেখা হচ্ছে।