Home Featured PM Modi: ‘কেন্দ্রীয় সরকার দরিদ্রদের উন্নয়নে কাজ করেছে’, মন্তব্য মোদির

PM Modi: ‘কেন্দ্রীয় সরকার দরিদ্রদের উন্নয়নে কাজ করেছে’, মন্তব্য মোদির

by Anamika Nandi
PM Modi: 'কেন্দ্রীয় সরকার দরিদ্রদের উন্নয়নে কাজ করেছে', মন্তব্য মোদির

মহানগর ডেস্ক: শুক্রবার নভসারি জেলার আদিবাসী অঞ্চল খুদভেলে ৩,০৫০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। গুজরাটে (Gujarat) গৌরব অভিযানের সমাবেশে ভাষণ দেওয়ার সময় নমো বলেন, কেন্দ্রীয় সরকার উন্নয়নের জন্য অবিরাম কাজ করে চলেছে। গত দুই দশকে গুজরাটের উন্নয়ন এরাজ্যের জন্য গর্বের বিষয়।

প্রসঙ্গে মোদি বলেন, কেন্দ্রীয় সরকার জনগণের কল্যাণে সর্বোচ্চ জোর দিয়েছে। তাঁর কথায়, আগে উপজাতীয়দের বসবাসের বনাঞ্চলে কোনও কিছু পৌঁছতে সময় লাগত তিন মাসের কাছাকাছি। কিন্তু এখন শহরাঞ্চলের সঙ্গে একইসাথে তা প্রয়োগ করা হয়। পাশাপাশি কংগ্রেসকেও কটাক্ষ করতে ছাড়েননি তিনি। নাম না করে হাত শিবির প্রসঙ্গে মন্তব্য করেছেন। তাঁর বক্তব্য, আগের সরকার কখনোই আদিবাসী এলাকার উন্নয়ন নিয়ে ভাবেনি।

আরও পড়ুন: মুক্তি নয়, ৯ দিনের CBI হেফাজত অনুব্রত মণ্ডলের দেহরক্ষীর

২০১৪-তে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার আগে গুজরাটের সবচেয়ে দীর্ঘ মেয়াদী মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদি। ২০০১-এর অক্টোবর থেকে ২০১৪-র মে পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করে গিয়েছেন তিনি। সরকার গত ৮ বছরে দরিদ্রদের উন্নতিকে গুরুত্ব দিয়েছে। তাঁর কথায়, বিগত বছরে ‘সবকা সাথ সবকা বিকাশ’-এর মন্ত্র অনুসরণ করে আমাদের সরকার দরিদ্রদের কল্যাণে, দরিদ্রদের মৌলিক সুযোগ-সুবিধা প্রদানের উপর সর্বাধিক জোর দিয়েছে’।

প্রসঙ্গে তাঁর বক্তব্য, এই কাজ আগে কেউ করেনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য অনুযায়ী, জল সরবরাহের উন্নতির পাশাপাশি জীবন-যাত্রায় স্বাচ্ছন্দ্য বাড়াতে সাহায্য করবে নমোর চালু করা প্রকল্পগুলি। সেইসঙ্গে এদিন তিনি উদ্বোধন করেছেন এএম নায়েক স্বাস্থ্যসেবা কমপ্লেক্স ও নিরালি মাল্টিস্পেশালিটি হাসপাতালের।

You may also like