মহানগর ডেস্কঃ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প বাবদ পাওনা টাকা রাজ্যকে না দেওয়ার অভিযোগ বহুদিন ধরেই এই রাজ্যের শাসক দলের। তবে অভিযোগের পাল্টা অভিযোগও এসেছে কেন্দ্রীয় শাসকদল তথা এই রাজ্যের বিরোধী দলের তরফে। রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সামনে এনে আক্রমণ শানায় বিজেপি নেতা-মন্ত্রীরা। এই সকল ইস্যুতে তোলপাড় রাজ্য রাজনীতি। আর তার মাঝেই বড় স্বস্তি পেল রাজ্য।
সূত্রের খবর, প্রধানমন্ত্রীর গ্রাম সড়ক যোজনার অধীনে ৫০০ কোটি টাকার বেশি টাকা রাজ্যকে দিতে চলেছে কেন্দ্র। এদি নিয়ে কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রকের তরফে রাজ্যকে অ্যালটমেন্ট লেটার প্রদানও করা হয়েছে। চিঠি প্রাপ্তির বিষয়ে সম্মতি জানিয়েছেন, বাংলার পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার।
কেন্দ্রীয় প্রকল্পগুলি থেকে বরাদ্দ টাকা রাজ্য না পাওয়া নিয়ে রাজ্যের ক্ষোভ দীর্ঘদিনের। সম্প্রতি এই ইস্যুতে আলোচনা করতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি কেন্দ্রীয় গ্রাম মন্ত্রকের সঙ্গে বৈঠক করতে পৌঁছে যান পঞ্চায়েত মন্ত্রী। আর তারপরেই বরাদ্দ টাকা মেলার সুখবর রাজ্যের।
এক্ষেত্রে কেন্দ্রের তরফ থেকে গ্রামীণ সড়ক যোজনা বাবদ মোট ৫৮০ কোটি টাকা পাচ্ছে রাজ্য। সূত্রের খবর অনুযায়ী, ২২০০ কিলোমিটারের অধিক রাস্তা নির্মাণ হতে চলেছে এই টাকায়। ফলে পঞ্চায়েত নির্বাচনের পূর্বে কেন্দ্রের তরফে টাকা পাওয়ায় আপাতত স্বস্তি পেল বাংলা।