মহানগর ডেস্ক: কেন্দ্রের অগ্নিপথ (Agnipath) প্রকল্পকে ঘিরে উত্তাল গোটা দেশ। এরইমধ্যে সুপ্রিম কোর্টে (Supreme Court) দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। চলতি সপ্তাহেই ‘অগ্নিপথ’ মডেলের ঘোষণা করেছে মোদি নেতৃত্বাধীন বিজেপি সরকার। কিন্তু তা ঘোষণার পর থেকেই উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানার মতো রাজ্য বিক্ষোভের আগুনে দাউদাউ করে জ্বলছে। মূলত সেনাবাহিনীতে চাকরির সুযোগ নিয়ে কথা বলেছে কেন্দ্র। জুন মাস থেকে শুরু হবে নিয়োগও। কিন্তু তার আগেই ওই প্রকল্পের বিরোধিতা করছেন অনেকে। শুক্রবার সকালে শীর্ষ আদালতে এই ইস্যুতে মামলা দায়ের হয়েছে। কিন্তু জানা গিয়েছে, এখনও পর্যন্ত মামলাটি গৃহীত হয়নি।
সূত্র অনুযায়ী, কেন্দ্রের এই নয়া প্রকল্প খতিয়ে দেখার জন্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির নেতৃত্বে একটি কমিটি গঠন করার আবেদন করা হয়েছে। সেই কমিটি দেশের সেনাবাহিনীতে প্রকল্পের কী প্রভাব রয়েছে? তা খতিয়ে দেখবে। সেইসঙ্গে দেশজুড়ে বিক্ষোভের ঘটনা প্রসঙ্গে সিট গঠন করে তদন্তের আর্জি জানানো হয়েছে।
আরও পড়ুন:সারদার থেকে টাকা হাতিয়ে ছিলেন শুভেন্দু? চিঠিতে পর্দা ফাঁস
গত মঙ্গলবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই প্রকল্পের ঘোষণা করেছেন। ‘অগ্নিপথ’ মডেল অনুযায়ী, চার বছরের চুক্তিভিত্তিতে দেশের তিন সামরিক বাহিনীতে যুবক-যুবতীদের নিয়োগ করা হবে। যাঁদের এই প্রকল্পের অধীনে নিয়োগ করা হবে, তাঁদের ‘অগ্নিবীর’ বলা হবে। মাসে ৩০-৪৫ হাজার টাকা বেতন দেওয়া হবে। এই প্রকল্পের জন্য আবেদন জানাতে পারবেন ১৭ থেকে ২১ বছর বয়সী যুবক-যুবতীরা। পাশাপাশি চুক্তির মেয়াদ শেষ হলে যোগ্যতার ভিত্তিতে কিছু অগ্নিবীরকে স্থায়ীভাবে নিয়োগ করা হবে। আর বাকিদের কাজ শেষে আনুমানিক ১২ লক্ষ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ‘অগ্নিপথ মডেলের এই ধরনের ব্যাখ্যা দেওয়ার পর, ক্ষোভে ফেটে পড়েছে দেশের যুব সম্প্রদায়। সামরিক বাহিনীতে চাকরির জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের কথায়, এই প্রকল্পের ফলে তাঁদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। এদিকে এই ইস্যুতে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে।