মহানগর ডেস্ক: দুর্বল মৌসুমি বায়ু, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের এখনও দেখা মেলেনি। আষাঢ়ের শেষ লগ্নে এসেও সেভাবে বৃষ্টির দেখা পায়নি দক্ষিণবঙ্গবাসী। তবে আলিপুর আবহাওয়া দফতর (Alipur Weather Office) জানিয়েছে, আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যেই কলকাতা সহ তার পার্শ্ববর্তী এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সোমবার সকালে উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। এমনকি কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার অর্থাৎ আজ দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আপাতত তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন ঘটবে না।
আরও পড়ুন, ঈদের সকালে ভক্তদের সামনে হাজির কিংখান, সঙ্গী ছেলে আব্রাম
হাওয়া অফিস সূত্রে, সোমবার সকাল থেকেই রোদের তেজ চড়াও হবে কলকাতা সহ তার পার্শ্ববর্তী এলাকায়। তবে বেলা গড়াতেই বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা। পূর্বাভাস অনুযায়ী, ওড়িশা এবং অন্ধ্র উপকূলে নিম্নচাপ তৈরি হচ্ছে। যার প্রভাব পড়তে পারে দক্ষিণবঙ্গে। ইতিমধ্যে বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, খুব শীঘ্রই হাওয়া বদল হতে চলেছে দক্ষিণবঙ্গের। এদিন সকালের মধ্যেই সবকটি জেলায় বর্ষা সক্রিয় হবে। পরবর্তী ২৪ ঘণ্টায় পশ্চিমের জেলাগুলিতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিন্তু একইভাবে পরিবর্তন ঘটবে না তাপমাত্রায়। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।