মহানগর ডেস্ক : কে জানতো এমনভাবে শুরু হবে দিনটা। ১৪ অক্টোবর গোটা দেশজুড়ে মুক্তি পাওয়ার কথা ছিল গুজরাটি ছবি চেলো শো। তবে এই বিশেষ দিনটা দেখা হলোনা ছবির অন্যতম গুরুত্বপূর্ণ শিশুশিল্পী রাহুল কোলির। তার আগে মাত্র ১০ বছর বয়সে আমেদাবাদের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করল অভিনেতা। ছবিতে মোট ৬ জন শিশু শিল্পীর মধ্যে একজন রাহুল। চিকিৎসকেরা জানিয়েছেন রক্তকণিকার ক্যান্সারে আক্রান্ত হয়েছিল রাহুল। গুজরাটের ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউটের চলছিল তার চিকিৎসা। তবে এই অসুখ সম্পর্কে জানার আগেই জীবন যুদ্ধে থেমে গেল ছোট্ট ছেলে রাহুল।
আরো কষ্টের ব্যাপার ৯৫তম অস্কার অনুষ্ঠানে একমাত্র ভারতীয় ছবি হিসেবে মনোনয়ন পেয়েছিল চেলো শো। গুজরাটের জামনগরে বসবাস করত রাহুল এবং তার পরিবার। সেখানেই ছেলের জন্য এক প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে। রাহুলের বাবা রামু পেশায় অটোরিকশাচালক। ছেলের অকাল মৃত্যুতে ভেঙে পড়েছে পরিবারের প্রত্যেকে। তিনি জানিয়েছেন শেষের কিছুদিন জ্বরে ভুগছিল রাহুল। তারপর তিনবার রক্ত বমি করে। তারপরেই সব শেষ।
চেলো শো’-এর গল্প গুজরাতের, যেখানে বেড়ে উঠেছেন নলিন। তার পর তিক্ত-মধুর পথ চলা। মূল চরিত্র ‘সময়’-এর ভূমিকায় অভিনয় করেছেন দু’জন। এক বালকের বয়ঃসন্ধি ঘিরে আবর্তিত হয়েছে আখ্যান। সঙ্গে সূক্ষ্ম জাদুর ছোঁয়া। প্রায় আত্মজীবনীমূলক উপকথা। ২০২৩ সালের অ্যাকাডেমি পুরস্কার অনুষ্ঠানে সেরা আন্তর্জাতিক ছবি বিভাগের প্রতিযোগিতায় শামিল এই একমাত্র ভারতীয় কাজ। পরিচালনায় প্যান নলিন। ছোটবেলা এবং পরিণত বয়স মিলিয়ে দর্শকের আকর্ষণ ধরে রাখেন সারজিও লিওনি এবং টেরেন্স মালিক। রাহুলের পরিবার জানিয়েছেন ছেলের শেষকৃত্যের কাজ করার পর অবশ্যই ১৪ অক্টোবর সপরিবারে দেখবেন এই ছবি। কারণ এই ছবির মধ্যে দিয়েই আর একবার বেঁচে উঠবে তাদের ছেলে রাহুল।