Mamata Banerjee: রাজ্য পুলিশের একাধিক পদে পদোন্নতির ঘোষণা মুখ্যমন্ত্রীর

63
রাজ্য পুলিশের একাধিক পদে পদোন্নতির ঘোষণা মুখ্যমন্ত্রীর

মহানগর ডেস্ক: বৃহস্পতিবার পুলিশ মন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নবান্ন থেকে বসে ছিলেন সাংবাদিক বৈঠকে। আর সেখান থেকেই তিনি একাধিক পদোন্নতির কথা ঘোষণা করেন। প্রশাসনের গুরুত্বপূর্ণ স্তম্ভ হল পুলিশ। আর সেখানেই নয়া পদক্ষেপ নিয়েছেন পুলিশ মন্ত্রী। এদিনের বৈঠক থেকে রাজ্য পুলিশের নতুন নিয়োগ পদোন্নতি ভাতা বৃদ্ধি একাধিক বিষয় নিয়ে আলোচনা করেন তৃণমূল সুপ্রিমো।

আরও পড়ুন: ‘ভারতের উন্নয়ন নিয়ে তাঁর দৃষ্টিভঙ্গি অসামান্য’, দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ মোদির

এদিনের সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী ৬ জন ডিএসপিকে এএসপি পদে পদোন্নতি করেন। এছাড়াও ৬ জন ASP-কে SP পদে পদোন্নতি করেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী জানান, ৮, ১৬ ও ২৫ বছর অন্তর পদোন্নতি হবে পুলিশের।

আরও পড়ুন: ক্ষমা চাইতে হবে,লকেটকে আইনি নোটিস পাঠালেন বেচারাম

এছাড়াও এদিনের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, WBPS-দের IPS পদে উন্নীত করতে আগ্রহী রাজ্য সরকার। তবে তার জন্য কেন্দ্রীয় অনুমোদন দরকার। আর তার জন্য ২০১৯ সাল থেকে তিনবার কেন্দ্রের কাছে অনুমতি চেয়ে আবেদন জানানো হয়েছে। কিন্তু কেন্দ্রের তরফে কোনো সদুত্তর এখনও পাওয়া যায়নি। অনুমোদন পেলেই করা হবে পদোন্নতি।