Home Featured China: উঠল নিষেধাজ্ঞা, এবার চিনের ভিসা পাবে ভারতীয়রা

China: উঠল নিষেধাজ্ঞা, এবার চিনের ভিসা পাবে ভারতীয়রা

by Anamika Nandi

মহানগর ডেস্ক: করোনা ভাইরাসের প্রকোপের জেরে মিলছিল না চিনে (China) যাওয়ার ভিসা। এমনকি সেই সময় বহু পড়ুয়াকে ফিরে আসতে হয়েছিল দেশে। ফিরতে হয়েছিল সেখানে কর্মরত মানুষজনদেরও। অবশেষে প্রায় দু’বছর পর চিনের পক্ষ থেকে ভিসা (VISA) দেওয়ার কথা জানানো হয়েছে। অর্থাৎ এবার ভারতীয়দের সেখানে যেতে আর কোনও বাধা নেই।

পিটিআই সূত্রে চিনের ঘোষণায় বলা হয়েছে, সেখানে কর্মরত ভারতীয় ও তাঁদের পরিবারকে এবার ভিসা দেওয়া হবে ।সেই সঙ্গে চিনের বিশ্ববিদ্যালয় ও কলেজে পাঠরত ভারতীয় পড়ুয়ারাও সেদেশে যেতে পারবে। সমস্ত অনুরোধ খতিয়ে দেখা হবে। প্রথমে ভারতে অবস্থিত চিনা দূতাবাস তাদের কোভিড-১৯ ভিসা পলিসি আপডেট করেছে। আর তারপরেই ভারতীয়দের ভিসার আবেদন জমা হবে বলে, জানা গিয়েছে।

আরও পড়ুন:গল্প ওতো ছোটো নয়! তৃণমূলের তারকা প্রচারক তালিকা প্রকাশের পরেই বিজেপির বাক্য-বোমা

মঙ্গলবার এই খবরে একপ্রকার স্বস্তি পেয়েছেন সেখানে কর্মরত ভারতীয়রা। ২০২০ থেকে তারা এদেশে আটকে রয়েছেন। গেল মাসে চিনের সংস্থায় কর্মরত বহু ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের আর্জি জানিয়েছিলেন। বলেছিলেন, তাঁদের ভিসা দেওয়ার জন্য বেজিংকে যেন তিনি অনুরোধ করেন। শেষ পর্যন্ত নিজেদের নীতি বদলেছে চিন। তবে এখনই সেখানে বেড়াতে যাওয়া যাবে না। কোনও ব্যক্তিগত কাজে সেখানে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি রয়েছে। রিপোর্ট অনুযায়ী, সেদেশে পাঠরত ২৩ হাজার পড়ুয়া ২০১৯-এর ডিসেম্বর থেকে ভারতে রয়েছেন। করোনার প্রকোপ শুরু হওয়ার পরই তাঁরা এদেশে চলে আসেন। তাঁদের অনেকেই মেডিক্যাল স্টুডেন্ট। অনেক চেষ্টা করেও তাঁরা চিনে ফেরত যেতে পারেননি। অবশেষে বদলাছে পরিস্থিতি।

You may also like