মহানগর ডেস্ক : শীতকাল মানেই ছুটির সময়। চড়ুইভাতি , যেকোনো অনুষ্ঠান হোক কিংবা সার্কাস। এই সব কিছু জুড়ে থাকে শীতকালে। তবে বর্তমানে সমাজ যত উন্নত হচ্ছে ততই যেন আমাদের ছেলেবেলা হারিয়ে যাচ্ছে একটু একটু করে। এখন চড়ুইভাতি হয়ে গেছে পার্টি, অনুষ্ঠান নাম নিয়েছে ফ্যামিলি গ্যাদারিং। তবে রোহিত শেট্টি সামনে আনলেন তারপর পরবর্তী ছবির টিজার সার্কাস। যেখানে ছড়িয়ে রয়েছে নাইন্টিজের সমস্ত স্মৃতি।
ছবির মূল প্রেক্ষাপট সাজানো হয়েছে ১৯৮২ সালের আঙ্গুর ছবির আদলে। যে ছবির ভাবনা এসেছিল উইলিয়াম শেক্সপিয়ারের কমেডি অফ এরর গল্প থেকে। সার্কাস ছবিতে দ্বৈত ভূমিকায় দেখা যাবে রণবীর সিংকে। এছাড়া থাকবেন জ্যাকলিন ফার্নান্ডেজ, পূজা হেগড়ে, সিদ্ধার্থ যাদব, মুকেশ তিওয়ারি, বিজয় পাটকল, টিকু তালসানিয়াকে। ছবির ট্রেলার মুক্তি পাবে ডিসেম্বরের ২ তারিখ।
প্রত্যেক অভিনেতা ইতিমধ্যে নিজেদের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ছবির প্রথম ঝলক। তবে নজর কড়েছে রণবীরের পোস্ট। ছবির প্রথম ঝলক শেয়ার করে তিনি লিখেছেন শুটিং শেষ এবার প্রোমোশনের প্ল্যান শুরু। মাস্টার ফেলমেকারের মাস্টার প্ল্যান। হাহাহা’। যদিও ছবির মুক্তির দিন আপাতত ঘোষণা করা হয়নি। সার্কাস ছাড়াও রণবীরের পাইপ লাইনে রয়েছে রকি অর রানী কি প্রেম কাহানি ।যেখানে তার বিপরীতে দেখা যাবে আলিয়া ভাটকে। পরিচালনার দায়িত্ব সামলেছেন করন জোহার