Home Featured Citizenship Amendment Act: গুজরাতের মতো সিএএ এই রাজ্যে চালু হবেই, সাফ জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী

Citizenship Amendment Act: গুজরাতের মতো সিএএ এই রাজ্যে চালু হবেই, সাফ জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: দেশে সিএএ শুরু হয়ে গেছে। সিএএ (Citizenship Amendment Act) থেকে বাদ যাবে না পশ্চিমবঙ্গও। মঙ্গলবার এমনই দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Leader Of Opposition)। একইসঙ্গে জানান,কেন্দ্রীয় সরকার সিএএ-র নিয়মের খসড়া তৈরি করে ফেলেছে। গুজরাতের মেহসানা ও আনন্দ জেলায় ১৯৫৫ সালের নাগরিক আইনের অধীনে পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে এ দেশে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন,পার্সিদের নাগরিক শংসাপত্র বিলি করার পরদিনই শুভেন্দু এ কথা জানান। কেন্দ্রের এই পদক্ষেপের জবাবে নন্দীগ্রামের বিধায়ক জানান সিএএ ইতিমধ্যেই গুজরাতের দুটি রাজ্যে শুরু হয়ে গিয়েছে। সেখানে পাকিস্তান থেকে আসা সংখ্যালঘু মানুষদের নাগরিকত্ব দেওয়া হচ্ছে।

তাঁর কথা, সিএএ কার্যকর করার কাজ শুরু হয়েছে। পশ্চিমবঙ্গও এ দেশের অংশ। এখানেও সেটা শুরু হবে। সারা দেশেই সিএএ কার্যকর হবে। বিরোধী দলনেতা জানান, সিএএ কার্যকর করা থেকে পশ্চিমবঙ্গও বাদ যাবে না। মতুয়া সম্প্রদায় ও অন্যান্য অনগ্রসর শ্রেণি, যেমন নমশুদ্ররাও কিছু সুবিধে পাবেন। সিএএ এরাজ্যেও শুরু হবে। প্রসঙ্গত, একেবারে শুরু থেকেই রাজ্যের শাসকদল সিএএর বিরোধিতা করে আসছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর প্রতিবাদ জানাতে গিয়ে একাধিকবার কেন্দ্রীয় সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন। সাফ জানিয়েছেন কোনও অবস্থাতেই পশ্চিমবঙ্গে নাগরিকত্ব আইন চালু করতে দেওয়া হবে না। রাজ্য বিধানসভায় সিএএ রদ করা নিয়ে কেন্দ্রকে আর্জি জানিয়ে প্রস্তাব গ্রহণ করা হয়েছে। রাজনৈতিক মহলের ধারণা কেন্দ্র এ রাজ্যে সিএএ চালু করতে চাইলে শাসকদলের শক্ত প্রতিরোধের সামনে পড়তে হবে কেন্দ্রীয় সরকারকে।

You may also like