Home Uncategorized Clash, Fire, Explosion in Iran Jail: হিজাব বিরোধী প্রতিবাদে ইরানের জেলে গুলি, বিস্ফোরণ আর আগুন,চরমে অশান্তি

Clash, Fire, Explosion in Iran Jail: হিজাব বিরোধী প্রতিবাদে ইরানের জেলে গুলি, বিস্ফোরণ আর আগুন,চরমে অশান্তি

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: হিজাব বিরোধী আন্দোলনে উত্তাল ইরানে এবার কুখ্যাত এভিন জেলে ( Clash, Fire, Explosion in Iran Jail) শনিবার রাতে আগুন,গুলির শব্দে তোলপাড় হল। হিজাব না পরায় নীতি পুলিশের হেফাজতে বাইশ বছরের যুবতী মাশা আমিনির মৃত্যুর পর প্রতিবাদে (Protest Against Death Of Masha Amini) অগ্নিগর্ভ হয়ে উঠেছে গোটা ইরান ( Iran Under Fire)। প্রতিবাদ বিক্ষোভের জেরে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন একশো আটজন মানুষ। প্রতিবাদ আন্দোলনের কারণে ধৃতদের এই জেলে বন্দি করে রাখা হয়েছে। বন্দিদের সঙ্গে অমানবিক,নির্দয় আচরণ করার জন্য এই জেলের কুখ্যাতি বরাবরের।

রাতের আকাশে ধোঁয়া ও আগুনের দৃশ্য এবং গুলির শব্দ টুইটারে অসলোর ইরান মানবাধিকার সংগঠনের (Oslo-based Iran Human Rights) তোলা ভিডিওয় শোনা গিয়েছে। টুইটারে ওই ভিডিও শেয়ার করে সংগঠনটি জানিয়েছে এলভিন জেল থেকে আগুন ছড়িয়ে পড়েছে এবং বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। ভিডিওয় তোলা ছবিতে গুলি,বিস্ফোরণের পাশাপাশি একনায়কতন্ত্রীর মৃত্যু চাই স্লোগানও শোনা যায়। এক প্রবীণ নিরাপত্তা আধিকারিককে উদ্ধৃত করে ইরানের সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, শনিবার এলভিন জেলে ব্যাপক গোলমাল হয়েছে। জেলে সংঘর্ষ ও আগুন লাগানোর ঘটনা ঘটেছে। দাঙ্গাকারীরা আগুনও লাগায়।

তবে পরিস্থিতি এই মুহূর্তে পুরোপুরি নিয়ন্ত্রণে বলে ইরনা সংবাদ এজেন্সি জানিয়েছে। আটজন জখম হয়েছেন। কুখ্যাত এই জেলে ফরাসি-ইরানি ফারিবা আদেলখাহ, মার্কিন নাগরিক সাইমাক নামাজি-সহ বন্দি রয়েছেন একাধিক বিদেশিও। সাইমাকের পরিবারের সদস্যরা জানিয়েছেন জানিয়েছেন তাঁকে কিছুদিনের জন্য ছাড়া হলেও ফের জেলে নিয়ে যাওয়া হয়েছে। এদিনও হিজাব বিরোধী প্রতিবাদ আন্দোলনে পথে নামেন ইরানের মহিলারা। এই প্রতিবাদের একেবারে প্রথমেই রয়েছেন সেদেশের তরুণীরা। তেহরানের শরিয়তি টেকনিকাল ও ভোকেশনাল কলেজের সামনে প্রতিবাদ বিক্ষোভে তাঁরা মোল্লাদের বিরুদ্ধে স্লোগান দেয়। তাঁদের প্রতিবাদ বিক্ষোভ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
.

You may also like