মহানগর ডেস্ক: বেশ কিছুদিন ধরেই জলবায়ু পরিবর্তন (Climate Change) নিয়ে উদ্বিগ্ন বিশ্বনেতারা। পরিস্থিতি পর্যালোচনা করে কীভাবে সমস্যার সুরাহা করা যায় তা নিয়ে চলছে নানা কিছু। এরইমধ্যে চিন্তা বাড়াল একটি নতুন রিপোর্ট। নতুন সেই রিপোর্টে জানা গিয়েছে আগে যে সময়ে জলবায়ু পরিবর্তনের ফল পৃথিবীতে প্রভাব ফেলার কথা ধারণা করা হয়েছিল, সেই অনুমানকে ভুল প্রমাণ করে সময়ের আগেই তা পৃথিবীতে প্রভাব ফেলতে পারে। সারা বিশ্বের সমুদ্রস্তরও (Sea Water Level) যেমন অনুমান করা হয়েছিল,তা আরও দ্রুতগতিতে বাড়বে বলে আশা করা হচ্ছে।
এর কারণ গ্রিনল্যান্ডের খাঁড়ির বরফ গলে সেই জল সমুদ্রে দ্রুত বেগে জমা হচ্ছে, যা থেকেই এই আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। গবেষকরা দেখেছেন গ্রিনল্যান্ডের বৃহত্তম খাড়ির গলন বিশ্বের সমস্ত সমুদ্রের জলস্তর আরও ছ গুণ বাড়িয়ে দিতে পারে। এই শতকের শেষ দিকে উত্তরপূর্বের গ্রিন ল্যান্ডের বরফের স্রোত, যা এনইজিআইএস নামে পরিচিত তা সমুদ্রের জলস্তর অর্ধেক ইঞ্চি বা তারও বেশি বাড়িয়ে দিতে পারে। সাম্প্রতিকতম সমীক্ষায় ইঙ্গিত মিলেছে এই শতকের শেষাশেষি যে পরিমাণ সমুদ্রের জলস্তর বাড়বে,তা গত পঞ্চাশ বছরে গোটা গ্রিনল্যান্ডের বরফ পাত থেকে তৈরি হওয়া জলস্রোতের সমান। জার্নাল নেচারে প্রকাশিত সমীক্ষা থেকে ইঙ্গিত পাওয়া গিয়েছে বিশ্বের উপকূল শহরগুলিতে সমুদ্রের জলস্তর বৃদ্ধির আশঙ্কা রয়েছে। বিজ্ঞানীরা জানিয়েছেন সাম্প্রতিক বছরগুলিতে বহু হিমবাহ দ্রুত পাতলা হতে শুরু করেছে। জিপিএস তথ্যের সাহায্যে ওই পরিবর্তন কতটা দূরে আছে, তা বোঝা সম্ভব হবে।