Home Featured K Chandrasekhar Rao: ‘মেঘ ভাঙ্গা বৃষ্টি আসলে বিদেশী রাষ্ট্রের ষড়যন্ত্র’, মন্তব্য KCR-এর

K Chandrasekhar Rao: ‘মেঘ ভাঙ্গা বৃষ্টি আসলে বিদেশী রাষ্ট্রের ষড়যন্ত্র’, মন্তব্য KCR-এর

by Anamika Nandi
K Chandrasekhar Rao: 'মেঘ ভাঙ্গা বৃষ্টি আসলে বিদেশী রাষ্ট্রের ষড়যন্ত্র', মন্তব্য KCR-এর

মহানগর ডেস্ক: তেলেঙ্গানার (Telengana) একাধিক জেলায় তৈরি হওয়া বন্যা বিদেশী রাষ্ট্রের ষড়যন্ত্র, দাবি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের(K Chandrasekhar Rao)। প্রবল বৃষ্টির জেরে গোদাবরী নদীর জলস্তর বাড়ার কারণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে অন্ধ্রপ্রদেশে ওড়িশার বিভিন্ন অঞ্চলে, তেলেঙ্গানার একাধিক জেলা জলের তলায় এর মাঝে কেসিআর মন্তব্য করেন, দেশের বিভিন্ন জায়গায় মেঘ ভাঙ্গা বৃষ্টির কারণ বিদেশি রাষ্ট্রের ষড়যন্ত্র।

তেলেঙ্গানার বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে সংবাদ মাধ্যমকে KCR বলেন, “এখন এক নতুন বিপর্যয় শুরু হয়েছে, যাকে বলা হচ্ছে ‘ক্লাউডবার্স্ট’ বা মেঘ ভাঙা বৃষ্টি। অনেকে বলছেন, এটা আসলে ষড়যন্ত্র। আমি জানিনা এই কথায় কতটা সত্যতা রয়েছে। কিন্তু ভিনদেশের ষড়যন্ত্রকারীরা ইচ্ছাকৃতভাবে নির্দিষ্ট একটি জায়গায় বৃষ্টির বিপর্যয় ঘটাচ্ছে। এর আগে কাশ্মীরের লাদাখে, পরে উত্তরাক্ষণ্ডে হয়েছে। এবার তারা সেই কাজ করেছে গোদাবরী অঞ্চলে। আমার কাছে সেই খবর রয়েছে”।

ভদ্রচলমে পরিদর্শনে গিয়ে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর মন্তব্য নতুন করে বিতর্ক তৈরি করেছে। তাঁর সঙ্গে সেই সময় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব সোমেশ কুমার ও রায়তু বন্ধুর চেয়ারম্যান পাল্লা রাজেশ্বর প্রমুখ। তাদের কেসিআরের মন্তব্যে আপত্তি তুলতে দেখা যায়নি। বিশেষজ্ঞদের মতে, অল্প সময়ে কোনও এলাকায় প্রচুর বৃষ্টিতে নামে হড়পা বান। শুধু পাহাড়ি নয় সমতলেও হতে পারে এই বৃষ্টি। ক’দিন আগে অমরনাথে ঠিক যেমনটা হয়েছিল।

বিশেষজ্ঞদের বক্তব্য, অমরনাথে যা হয়েছে তা যদিও মেঘ ভাঙ্গা বৃষ্টি নয়। মৌসুম ভবনের তরফে বলা হয়েছে, সেখানে মেঘ ভাঙ্গা বৃষ্টি হয়নি। এই বৃষ্টিকেই বিদেশি ষড়যন্ত্র বলে ব্যাখ্যা দিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী।

You may also like