মহানগর ডেস্ক: বুধবার দিনভর কলকাতায় চলবে বৃষ্টি। কিন্তু তাতেও বজায় থাকবে ভ্যাপসা গরম, জানিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর (Alipur Weather Office) সূত্রে, সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন থাকবে কলকাতায়। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি। তাই বৃষ্টি হলেও তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা নেই।
এদিন হাওয়া অফিস জানিয়েছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা। কিন্তু তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা নেই। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৮৭ শতাংশ। সেইসঙ্গে ১০ থেকে ১১ কিলোমিটার বেগে বইবে ঝড়ো হাওয়া।
আবহাওয়া দফতর সূত্রে, বিগত কয়েক দিনে দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও তাতে ঘাটতি থেকেই যাচ্ছে। আজ বিকেল থেকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া জেলার বেশ কিছু অংশে বৃষ্টি হতে পারে। তবে একইভাবে বৃষ্টি হলেও তাপমাত্রায় কোনও বদল ঘটবে না।
এদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস সূত্রে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার সহ বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবার উত্তরবঙ্গ থেকে সিকিম যাওয়ার রাস্তায় নতুন করে ধস নামায় চিন্তায় পড়ে গিয়েছে পর্যটকরা।একদিকে যেখানে বৃষ্টি হলেও ঘাটতি মিটছে না দক্ষিণবঙ্গে, অন্যদিকে সেখানে প্রবল বৃষ্টিতে ভেসে যাচ্ছে উত্তরবঙ্গ।