Home Top Stories Coal Smuggling: কয়লা মাফিয়াদের সঙ্গে বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী! ছবি পোস্ট করে কটাক্ষ তৃণমূলের

Coal Smuggling: কয়লা মাফিয়াদের সঙ্গে বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী! ছবি পোস্ট করে কটাক্ষ তৃণমূলের

by Tiyasha Ghosh

মহানগর ডেস্ক: কয়লা পাচারের (Coal Smuggling) সঙ্গে যুক্ত রয়েছেন রাজ্যের শাসক দলের নেতা-মন্ত্রীরা, এমনই অভিযোগ বারংবার তোলা হয়েছে বিজেপির তরফ থেকে। এমনকি কয়লা পাচারের সঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও (Abhishek Banerjee) যোগশাযোশ রয়েছে, এমনই অভিযোগ প্রকাশ্যে করতে শোনা গিয়েছে বিজেপির নেতা-মন্ত্রীদের। এবার পাল্টা কয়লা পাচারের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীর যোগাযোগ রয়েছে বলে, ছবি পোস্ট করে তোপ দাগলেন তৃণমূল নেতারা।

এদিন কয়লা মাফিয়াদের সঙ্গে কেন্দ্রীয় কয়লা মন্ত্রী প্রহ্লাদ যোশীর দুর্গাপুরের একটি হোটেলে বৈঠক ছিল। সেই বৈঠকেরই ছবি পোস্ট করে কুণাল ঘোষ (Kunal Ghosh) এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) উভয়েই বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন।

কয়লা মাফিয়া দের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীর ছবি পোস্ট করে অভিষেক টুইটারে লেখেন, ‘দাগী কয়লা মাফিয়া জয়দেব খাঁর সঙ্গে মন্ত্রী প্রহ্লাদ যোশী কী করছেন বুঝতে পারছি না। তিনি বিজেপির পকেট ভরার উপায় আলোচনা করছেন বুঝি? নাকি দেশের সম্পদ ভালো ভাবে পাচার করে দেওয়ায় ওঁকে অভিনন্দন জানাচ্ছেন মন্ত্রী? এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বরাবরই ইচ্ছাকৃতভাবে এই কেন্দ্রীয় মন্ত্রী এবং মাফিয়াদের প্রকাশ্যে যোগাযোগ উপেক্ষা করে যাচ্ছে।’

ওদিকে দুর্গাপুরের হোটেলে কয়লা পাচারকারীদের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীর এই বৈঠক নিয়ে কুণাল ঘোষ প্রশ্ন তোলেন, ‘তাহলে কি এরপর কীভাবে পাচার করা হবে, সেই সব বিষয় নিয়ে আলোচনা করার জন্যই মাফিয়াদের সঙ্গে বৈঠক করছেন কেন্দ্রীয় কয়লামন্ত্রী?’

You may also like