মহানগর ডেস্ক: শিউরে ওঠার মতো ঘটনাই বটে। এবং ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে যোগীরাজ্যেই। সেখানকার উন্নাওয়ে এক কলেজছাত্রীকে ( College Girl Brutally Raped And Murdered) খুন করার দায়ে গ্রেফতার করা হল এক পঁচিশ বছরের যুবককে (Police Arrested Accused)। তরুণীর যৌনাঙ্গে অস্বাভাবিক রক্তক্ষরণের ফলে তার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে রাজ গৌতম নামে ওই যুবক কলেজছাত্রীকে ঘরে একা পেয়ে ধর্ষণ করে। তদন্ত চলাকালীন ধৃত পুলিশের কাছে দাবি করে ধর্ষণের আগে সে শক্তিবর্ধক পিল খায়। তারপর ওই কলেজছাত্রীকে ধর্ষণ করে। ওই কলেজছাত্রী বাধা দিলেও তাকে লাগাতার ধর্ষণ করে সে।
তারপর ওই কলেজছাত্রী সংজ্ঞাহীন হয়ে পড়ে। পাশবিক ধর্ষণের জেরে তার যৌনাঙ্গ থেকে ক্রমাগত রক্তপাত হতে থাকে। তা দেখে অভিযুক্ত ভয় পেয়ে যায়। সংজ্ঞাহীন কলেজছাত্রীকে ফেলে সে পালিয়ে যায়। পরে নিগৃহীতার বোন ফিরে এলে বিছানায় রক্তাক্ত অবস্থায় দিদিকে পড়ে থাকতে দেখে। তাকে সঙ্গেসঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। প্রথমে এই ঘটনায় মৃতার বাবা প্রতিবেশি ও তাঁর পঁয়ষট্টি বছরের বৃদ্ধা মায়ের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করে। কিন্তু মৃতার মোবাইল ফোনের ডেটা ঘেঁটে গৌতমকে গ্রেফতার করা হয়। জেরায় অভিযুক্ত স্বীকার করে ওই কলেজছাত্রী বাড়িতে একা আছে জেনে সে তার বাড়িতে গিয়ে তাকে পাশবিকভাবে ধর্ষণ করে। তারপর নিগৃহীতার যৌনাঙ্গ থেকে রক্তপাত হতে থাকে। তারপর সেখান থেকে সে পালিয়ে যায়।