মহানগর ডেস্ক: সামনে উজ্জ্বল ভবিষ্যতের হাতছানি। নিট পরীক্ষায় ভালোমতো পাস করে মুম্বইয়ে কলেজে কাউন্সেলিংয়ের অপেক্ষা করছিল সে। পড়াশোনায় মেধাবী মিরাটের বাসিন্দা উনিশ বছরের ঝকঝকে তরুণী গৌরী রোজই বাড়ির পাশে রাস্তার কুকুরদের নিয়ম করে দু বেলা খাওয়াতো (The Girl Regularly Used To Fed) । বৃহস্পতিবার বাড়ি থেকে বেরিয়ে দেখতে পায় সেই কুকুরদের একটিকে গাড়ি ধাক্কা মেরেছে। রাস্তার ধারে কাতরাচ্ছে রক্তাক্ত কুকুরটি। জখম কুকুরটিকে বাড়িতে নিয়ে ফোনে স্থানীয় পশু চিকিৎসকের সঙ্গে কথা বলে। পশু চিকিৎসক আসার আগে প্রচণ্ড যন্ত্রণায় তার চোখের সামনে কাতরাতে কাতরাতে মারা যায় কুকুর।
এই ঘটনায় ভেঙে পড়ে সে। ভেঙে পড়া গৌরীকে শান্ত্বনা দেন তার ঠাকুমা ও বাড়ির সবাই। কিন্তু প্রিয় কুকুরের শোক ভুলতে পারেনি। রাতে বারবার বলা সত্ত্বেও খেতে আসেনি গুম মেরে থাকা গৌরী। কথা বলা বন্ধ করে দেয় নিট পাস করা মেধাবী ছাত্রীটি। পরের দিন সকাল পোনে দশটা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে বাকি কুকুরদের খাওয়ায় সে। তারপর দূরে একটি জলের ট্যাঙ্কে উঠে তার ওপর থেকে ঝাঁপ দেয়। রাস্তায় গুরুতর জখম গৌরীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকার মানুষ (College Girl Committed Suicide)। তারা গুরুতর জখম গৌরীকে তৎক্ষণাৎ নিয়ে যায় হাসপাতালে। সেখানেই তার মৃত্যু হয়। তারপর তার দেহ ময়না তদন্তের পর পরিবারের লোকজন শেষকৃত্য সম্পন্ন করে। খবর পেয়ে পুলিশ গৌরীর বাড়ি গেলে তার পরিবার জানায় তারা এনিয়ে কোনও মামলা করতে উৎসাহী নয়। এমন খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।