Home Featured College Girl Stole Chocolates : শপিং মলে চকোলেট চুরির ভিডিও ভাইরাল, অপমানে আত্মঘাতী কলেজছাত্রী !

College Girl Stole Chocolates : শপিং মলে চকোলেট চুরির ভিডিও ভাইরাল, অপমানে আত্মঘাতী কলেজছাত্রী !

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: লজ্জা! দিদির সঙ্গে তাদের এলাকায় একটি শপিং মলে গিয়েছিল কলেজছাত্রীটি। সেখানে গিয়ে কেনাকাটার সময় হাতসাফাই (College Girl Stole Chocolates) করেছিল বেশ কয়েকটা চকোলেট। শপিং মলে চকোলেট চুরির ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এই ঘটনায় রীতিমতো মুষড়ে পড়ে কলেজের দ্বিতীয় বর্ষের কলেজছাত্রীটি। অপমান সহ্য করতে না পেরে বাড়িতে এসে গলায় দড়ি দেয় সে (Took Extreme Step)। ঘটনাটি ঘটেছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার সুভাষপল্লি এলাকায়। আকস্মিক এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওই ছাত্রীর দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

মৃত ছাত্রীর বাবা জানিয়েছেন, তাঁর মেয়ে চকোলেটের দাম দিয়েছিল এবং শপং মল কর্তৃপক্ষের কাছে ক্ষমাও চেয়েছিল। তারপর বাড়িতে ফিরে এসে সে চরম পথ বেছে নেয়। পুলিশ জানিয়েছে ওই শপিং মলে আসা এক ক্রেতা চুরির ঘটনাটি মোবাইলে তুলে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। তারপরই তা ভাইরাল হয়। এদিকে ছাত্রীর আত্মহত্যার খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় বাসিন্দারা ভিডিও করে যে ক্রেতা অনলাইনে পোস্ট করেছিল, তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে শপিং মলের সামনে প্রতিবাদ দেখায়। তাদের দাবি ওই দোষী ব্যক্তিকে কোনওভাবেই ছেড়ে দেওয়া হবে না। তবে এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করা হলেও শপিং মল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কলেজছাত্রীর অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। সবমিলিয়ে উৎসবের আবহে এমন শোক স্থানীয় বাসিন্দারা কিছুতেই মেনে নিতে পারছেন না।

You may also like