Home Entertainment Kapil Sharma: চুক্তি ভঙ্গের অভিযোগ, মামলা দায়ের কপিল শর্মার বিরুদ্ধে

Kapil Sharma: চুক্তি ভঙ্গের অভিযোগ, মামলা দায়ের কপিল শর্মার বিরুদ্ধে

by Anamika Nandi
Kapil Sharma: চুক্তি ভঙ্গের অভিযোগ, মামলা দায়ের কপিল শর্মার বিরুদ্ধে

মহানগর ডেস্ক: ফের আবার নতুন করে বিতর্কে নাম জড়িয়েছে জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মার (Kapil Sharma)। এবার তাঁর বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ নিয়ে মামলা দায়ের করেছে আমেরিকার একটি সংস্থা। সূত্র অনুযায়ী, ২০১৫-তে উত্তর আমেরিকা সফরে গিয়ে চুক্তি ভঙ্গ করেছিলেন তিনি। আমেরিকার জনপ্রিয় শো প্রোমোটার অমিত জেটলি বলেছেন, সেই সময় সেখানে মোট ছ’টি শো করার কথা ছিল কৌতুক শিল্পীর। সেই অনুযায়ী তিনি টাকাও নিয়েছিলেন। কিন্তু তাঁর অভিযোগ, অভিনেতা সব কটি শো করেননি।

নর্থ আমেরিকায় সেই বছর কপিল শর্মা পাঁচটি শো করলেও বাকি একটি শো পারফর্ম করেননি। প্রসঙ্গে তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে সঠিক উত্তর মেলেনি। অমিত জেটলির বক্তব্য, ‘বারবার ওই প্রসঙ্গে ওঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছে কিন্তু আখেরে লাভ না হওয়ায় কোর্টের দ্বারস্থ হয়েছি’। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন যে, তার দায়ের করা মামলা নিউইয়র্কের আদালতে পেন্ডিং রয়েছে। আয়োজকরা মিস্টার শর্মার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন। আর সেটা স্বাভাবিক।

আরও পড়ুন:  দামী গাড়ির মাঝে এখনও রয়েছে একটা অটো, মহারাষ্ট্রের গলিতে মুখ্যমন্ত্রী একনাথ আজও ‘লোকনাথ’

এই মুহূর্তে কানাডায় রয়েছেন কপিল শর্মা। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে নিউইয়র্কে একাধিক শো তাঁর করার কথা রয়েছে। তবে এই আইনের জটিলতার কারণে সেই শো-এর প্রাভাব পড়তে পারে। জানা গিয়েছে, তাঁর সঙ্গে কানাডায় রয়েছেন ‘দ্য কপিল শর্মা’ শো-এর সদস্য সুমনা চক্রবর্তী, রাজীব ঠাকুর, কিকু সারদা, চন্দন প্রভাকর এবং ক্রুষ্ণা অভিষেক। তবে এই মুহূর্তে বিষয়টি নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি কৌতুক শিল্পী।

You may also like