মহানগর ডেস্ক: কেন্দ্রের অগ্নিপথ প্রকল্প নিয়ে ইতিমধ্যেই গোটা দেশ অগ্নিগর্ভ হয়ে উঠেছে। জায়গায় জায়গায় প্রতিবাদ বিক্ষোভ দেখানো হয়েছে। এবার সেই অগ্নিপথ প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন লেফটেন্যান্ট জেনারেল। তিনি জানালেন, অগ্নিবিরেরা চার বছর পর রাজ্যে যেন চাকরি পায়। রাজ্য সরকারি পদের সংরক্ষণের পরামর্শ দিলেন লেফটেন্যান্ট জেনারেল।
তিনদিনের বর্ধমান সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়েই পরপর দু’দিন কেন্দ্রের অগ্নিপথ প্রকল্প নিয়ে সরব হয়েছেন তিনি। আর তারই মধ্যে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন লেফটেনেন্ট জেনারেল। ইস্টার্ন কমান্ডের লেফটেনেন্ট জেনারেল আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অগ্নিপথ নিয়ে চিঠি লেখেন। চিঠিতে মূলত বলা হয়েছে রাজ্যের তরফে যে অগ্নিবীরেরা অগ্নিপথ প্রকল্পের আওতায় আসছে, চার বছর পর রাজ্য সরকার যাতে তাদের জন্য সরকারি চাকরি সংরক্ষণ করে রাখে।
শুধু সরকারি ক্ষেত্রে নয়, বেসরকারি ক্ষেত্রেও স্থান সংরক্ষণের কথা বলা হয়েছে। আগামী ভবিষ্যতের কথা ভেবে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। যাতে আগামী প্রজন্ম উৎসাহিত হয় রাজ্য সরকারের কাজে।