Home Featured Congress: বিধানসভার বাজেট অধিবেশন শুরুর আগে ভাঙ্গনের মুখে কংগ্রেস? জল্পনা তুঙ্গে

Congress: বিধানসভার বাজেট অধিবেশন শুরুর আগে ভাঙ্গনের মুখে কংগ্রেস? জল্পনা তুঙ্গে

by Anamika Nandi
Congress: বিধানসভার বাজেট অধিবেশন শুরুর আগে ভাঙ্গনের মুখে কংগ্রেস? জল্পনা তুঙ্গে

মহানগর ডেস্ক: সোমবার থেকে শুরু হবে গোয়া (Goa) বিধানসভার অধিবেশন। তার আগেই রবিবার কংগ্রেস (Congress) বিধায়কদের নিয়ে বৈঠকের ডাক দেওয়া হয়েছিল। কিন্তু সেখানে অধিকাংশ বিধায়কের অনুপস্থিতি জানান দিচ্ছে, তাঁরা সকলেই যোগ দিতে পারেন বিজেপিতে। সেই তালিকায় নাম রয়েছে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগম্বর কামাতেরও।

সূত্র অনুযায়ী, বিধানসভায় বিরোধী দলনেতা হতে চেয়েছিলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী। কিন্তু সেই ইচ্ছা পূরণ হয়নি। বরং তাঁর বদলে মাইকেল লোবোকে বিরোধী দলনেতার পদে বসানো হয়েছে। ৪০টি আসনের গোয়া বিধানসভায় কংগ্রেসের ১১ জন বিধায়ক রয়েছেন। তবে এদিনের এই বৈঠকে বেশ কিছু বিধায়কের অনুপস্থিতি বলে দিচ্ছে, তাঁরা যোগাযোগ করতে পারেন বিজেপির সঙ্গে। যদিও সরকারিভাবে এই বিষয়ে কোনও কিছু সামনে আসেনি।

আরও পড়ুন: জরায়ু প্রতিস্থাপনের পর সুস্থ সন্তানের জন্ম, মার্কিন চিকিৎসা বিজ্ঞানীদের কামাল!

এদিকে কংগ্রেস বিধায়ক অ্যালেক্সিও সেকুইরা জানিয়েছেন, বৈঠকে সাত জন বিধায়ক উপস্থিত ছিলেন। শীর্ষ নেতৃত্ব থেকে আমাকে ডাকা হয়নি। সৌজন্য সাক্ষাৎ করতে এসেছি। এর পরই প্রশ্ন উঠেছে, তবে কী কংগ্রেস বিধায়করা যোগ দিচ্ছেন গেরুয়া শিবিরে? প্রসঙ্গে অ্যালেক্সিও বলেছেন, এমন গুজব শোনা যাচ্ছে। তবে বাকি বিধায়কদের সম্পর্কে জানা নেই। গত মার্চেই বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস বিধায়করা শপথ নিয়েছিলেন দল বদল করবেন না। শপথ গ্রহণের সময় উপস্থিত ছিলেন স্বয়ং রাহুল গান্ধী।

ইতিমধ্যেই গোয়া বিধানসভায় বিজেপির ২৫ জন বিধায়ক রয়েছে। কংগ্রেস থেকে অন্তত ছয় জন বিধায়ক বিজেপিতে যোগ দিতে পারেন বলে, জানা গিয়েছে। এদিকে গ্র্যান্ড ওল্ড পার্টির গোয়া শাখার প্রধান অমিত পাটকর জানিয়েছেন, বাজেট অধিবেশনের আগে বিজেপির পক্ষ থেকে এই ধরনের গুজব ছড়ানো হয়েছে। এক প্রকার বড়সড় ভাঙনের মুখে দাঁড়িয়ে রয়েছে হাত শিবির।

You may also like