Home Featured Renuka Chowdhury: ইডি নাগপাশে রাহুল, রাগে পুলিশ উর্দির কলার টেনে ধরলেন কংগ্রেস নেত্রী

Renuka Chowdhury: ইডি নাগপাশে রাহুল, রাগে পুলিশ উর্দির কলার টেনে ধরলেন কংগ্রেস নেত্রী

by Anamika Nandi

মহানগর ডেস্ক: হায়দরাবাদে বিক্ষোভ দেখানোর সময় পুলিশের কলার চেপে ধরার জন্য কংগ্রেস (Congress) নেত্রী ও প্রাক্তন সাংসদ রেণুকা চৌধুরীর (Renuka Chowdhury) বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা। ভারতীয় দণ্ডবিধির ৩৫৩ ধারার অধীনে মামলা রুজু হয়েছে তাঁর বিরুদ্ধে। একজন সরকারি কর্মচারীকে দায়িত্ব পালনে বাধা দেওয়ার জন্যই এফআইআর দায়ের হয়েছে। আগেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, মিসেস চৌধুরী বৃহস্পতিবার তেলেঙ্গানায় একজন পুলিশ সদস্যের কলার চেপে ধরেছেন। রাহুল গান্ধীকে ইডির বারবার তলবের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে হাত শিবিরের বহু কর্মী। এদিন সেই প্রতিবাদের সময়ই ঘটনাটি ঘটে।

৪৩ সেকেন্ডের ভিডিওতে কংগ্রেস নেত্রীকে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়াতে দেখা গিয়েছে। এরপর মহিলা পুলিশ অফিসাররা তাঁকে একটি পুলিশ ভ্যানের দিকে টেনে নিয়ে যায়। প্রসঙ্গে মিসেস চৌধুরী জানিয়েছেন, তিনি কলার ধরেছিলেন। কারণ তাঁর পায়ে সমস্যা রয়েছে এবং তাঁর ভারসাম্য হারিয়ে গিয়েছিল। তাঁর কথায়, ‘তাঁরা আমাকে ধাক্কা দিচ্ছিল। আমার পায়ে সমস্যা রয়েছে। আমি আমার ভারসাম্য হারিয়ে ফেলেছিলাম। তাই আমি তাঁর উপর পড়েছিলাম। আমি সেই লোকটির কাছে ক্ষমা চাইব’।

আরও পড়ুন:টাকা দিয়ে শিক্ষক! প্রশ্ন করতেই সংবাদমাধ্যমকে বেধড়ক মার

নেত্রীর বক্তব্য, কিন্তু আমি আশা করি পুলিশ আমাদের মারধর করার জন্য আমার কাছে ক্ষমা চাইবে। আমাদের চারপাশে কেন এত পুরুষ পুলিশ ছিল? তার জবাব দেবে। রাহুল গান্ধীকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদের প্রতিবাদে হাত শিবিরের ‘চলো রাজভবনে’ অংশ নিয়েছিলেন তিনি। বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের উপর। যার দরুন জিজ্ঞাসাবাদ করতেই বারবার তাঁকে ডাকা হচ্ছে ইডির দফতরে।

প্রসঙ্গে কর্ণাটক কংগ্রেসের প্রধান জানিয়েছেন, প্রতিবাদ করা আমাদের অধিকার। এর জন্য লড়াই করব। ইডি কোনও বিজেপি নেতার মামলা নিচ্ছে না। শুধুমাত্র কংগ্রেসের লোকেদের ডেকেই হয়রানি করছে। ব্যাঙ্গালুরু পুলিশ সূত্রে, কর্ণাটক হাইকোর্টের আদেশের বিরুদ্ধে গিয়ে বিক্ষোভ দেখিয়েছে হাত শিবির। যে কারণে বিক্ষোভ আটকাতে প্রতিবাদ মিছিলের সামনে দাঁড়াতে হয়েছে পুলিশকে। এদিন কংগ্রেস নেত্রী রেণুকা চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। কারণ পুলিশ অফিসারের কাজে বাধা দিয়েছেন তিনি।

You may also like