Home Featured Congress leader Shashi Tharoor: ঋষি সুনাকের ব্রিটেনের প্রধানমন্ত্রিত্বের প্রসঙ্গ টেনে ভারতে অহিন্দু প্রধানমন্ত্রী নিয়ে সওয়াল শশী থারুরের

Congress leader Shashi Tharoor: ঋষি সুনাকের ব্রিটেনের প্রধানমন্ত্রিত্বের প্রসঙ্গ টেনে ভারতে অহিন্দু প্রধানমন্ত্রী নিয়ে সওয়াল শশী থারুরের

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: ব্রিটেনে প্রধানমন্ত্রী হিসেবে ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাকের উত্থান (Rise Of Indian Origin Rishi Sanuk) ভারতকে এক প্রশ্নের সামনে দাঁড় করালো বলে মনে করছেন প্রবীণ কংগ্রেস নেতা শশী থারুর (Congress Leader Shashi Tharoor)। তাঁর প্রশ্ন, যিনি হিন্দু,শিখ,বৌদ্ধ বা জৈন নন, এমন কেউ কি এদেশের প্রধানমন্ত্রী হতে পারবেন। তাঁর যুক্তিকে শক্ত ভিতের ওপর দাঁড় করাতে সংখ্যালঘুদের মধ্যে কেউ ভারতের প্রধানমন্ত্রী হতে পারেন কিনা, তা নিয়ে নতুন করে বিতর্কের প্রেক্ষিত সৃষ্টি করে দিলেন কংগ্রেসের প্রবীণ নেতা। এর আগে টুইটারে তাঁর দৃশ্যমান সংখ্যালঘু নিয়ে যুক্তিকে ঘিরে সমালোচনার ঝড় বয়ে যায়।

পাল্টা অনেকে জানান শিখ সম্প্রদায়ের কংগ্রেস নেতা মনমোহন সিং দশ বছর ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। এছাড়া ভারতের সাংবিধানিক পদে ছিলেন মুসলিম ও শিখেরা। থারুরের পাল্টা হিসেবে এক প্রাক্তন কূটনীতিক জানিয়েছিলেন, ড.মনমোহন সিং অবশ্যই সংখ্যালঘু সম্প্রদায়ের, তবে অধিকাংশ হিন্দু শিখদের তাঁদের থেকে বলে ভাবেন না। তাঁর কথায়, আমরা এমন একটা দিনের কথা কল্পনা করতে পারি যেদিন সংখ্যাগুরুদের রাজনীতিতে বিজেপি অনেকটাই পিছিয়ে পড়বে যখন হিন্দু,জৈন বা শিখ কিংবা জৈন নন, এমন কেউ দেশের সরকারকে নেতৃত্ব দেবে। তাঁর মতে, হিন্দুত্বের আদর্শ অনুযায়ী ভারতীয় উপমহাদেশে জন্মানো সমস্ত ধর্মের মানুষ একই, সেটা হচ্ছে ইন্ডিক। কিন্তু হিন্দুত্ববাদীরা অন্যদের একইরকম দেখে না। থারুর জানান ঋষি সানুক এক প্রবল নিয়মনিষ্ঠ হিন্দু।

কিন্তু একসময় ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী উইনস্টল চার্চিল হিন্দুদের সম্পর্কে মন্তব্য করেছিলেন হিন্দুরা পাশবিক ধর্ম পালন করা মানুষ। প্রশ্ন ছুড়ে দিয়েছেন থারুর, কেউ কি কল্পনা করতে পারবেন একজন খ্রিস্টান বা মুসলমানকে বিজেপি যোগ্য প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিতে পারবে? ভারতের শাসকদল যারা হিন্দুত্ব বা হিন্দু জাতীয়তাবাদকে তাদের আদর্শ বলে মানে, তাদের কোনও মুসলিম সাংসদ রয়েছেন? প্রশ্ন উঠেছিল সোনিয়া গান্ধীর নেতৃত্বে কংগ্রেস জোট ভোটে জেতার পর তাঁর নাগরিকত্ব ও ধর্ম নিয়েও। তিনি প্রধানমন্ত্রিত্বের বিষয়টি মনমোহন সিংয়ের ওপর ছেড়ে দিয়েছিলেন। এক বিশিষ্ট রাজনীতিক হুমকি দিয়ে বলেছিলেন সোনিয়া যদি প্রধানমন্ত্রী হন,তাহলে তিনি মাথা কামিয়ে ফেলবেন। তিনি হলেন বিজেপির নেত্রী সুষমা স্বরাজ, যিনি পরবর্তী কালে কেন্দ্রীয় সরকারে বিদেশমন্ত্রী হয়েছিলেন। থারুরের আশা, বর্ণ বিদ্বেষের দেশে ঋষি সানুকের প্রধানমন্ত্রিত্বের উদাহরণ থেকে ভারতও শিক্ষা নিতে পারে যে সংখ্যাগুরু নয়, একদিন দেশের প্রধানমন্ত্রী পদে সংখ্যালঘু (পড়ুন মুসলিম) নির্বাচিত হবেন।

You may also like