মহানগর ডেস্ক: তুঙ্গে উত্তজেনা। সারাদেশ তাকিয়ে আজকের মহারণের দিকে। প্রহর গোণাও প্রায় শেষ। এবার চূড়ান্ত লড়াই। মল্লিকার্জুন খারগে না শশী থারুর, কংগ্রেস সভাপতির (Congress President Election) মসনদে বসবেন কে। চব্বিশ বছর পর কংগ্রেস সভাপতির পদে এই প্রথম গান্ধী পরিবারের বাইরে দলের ব্যাটন হাতে নিতে চলেছেন কেউ (Non-Gandhi Family) । অন্তর্বতী সভানেত্রী সোনিয়া গান্ধীর পর কে সভাপতি হবেন, তা নিয়ে সারা দেশ জুড়ে শুরু হয়েছিল জোর চর্চা।
যে পদের দাবিদার কে হবেন, তা নিয়ে শুরু থেকেই চলছিল দলের মধ্যে কোন্দল। শশী থারুর ও মল্লিকার্জুন খারগে শিবিরের মধ্যে কোন্দলের পর শেষ হাসি হাসবেন কে, তা নিয়ে তুঙ্গে জল্পনার মধ্যেই আজ হতে চলেছে ভোট। এদিন সকাল দশটা থেকে শুরু হচ্ছে নির্বাচন। দেশজুড়ে বুথে বুথে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। গোপন ব্যালটে সভাপতি বেছে নেওয়ার ব্যাপারে তাঁদের মত জানাবেন ন হাজারের বেশি প্রদেশ কংগ্রেস কমিটির প্রতিনিধিরা। দিল্লিতে এআইসিসির সদর দফতর ও দিল্লি প্রদেশ কংগ্রেস অফিসে নেওয়া হবে ভোট। কেন্দ্রীয় নির্বাচন কমিটির (Central Election Authority) তরফে জানানো হয়েছে ৩৬টি নির্বাচন কেন্দ্র ও ৬৭টি বুথে ভোট নেওয়া হবে।
বেলা বারোটা নাগাদ সোনিয়া গান্ধী, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, দলের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী বঢরা ভোট দিতে পারেন বলে সূত্রের খবর। কর্ণাটকের বেল্লোরে ভারত জোড়ো যাত্রা চলাকালীন যাত্রা পথে দলের শিবিরে ভোট দেবেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এই প্রথম স্পেশাল কিউআর কোড দেওয়া পরিচয়পত্র দেওয়া হয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিটির প্রতিনিধিদের। যাঁদের কাছে কিউআর কোড দেওয়া পরিচয়পত্র রয়েছে, একমাত্র তাঁরাই এদিন ভোট দিতে পারবেন। কংগ্রেস এ পর্যন্ত ছ কোটি নতুন সদস্যকে নথিভুক্ত করেছে। কংগ্রেসের তথ্য বিভাগের প্রধান প্রবীণ চক্রবর্তী জানিয়েছেন নির্বাচন কমিশনের ধাঁচে কংগ্রেসের একশো চল্লিশ বছরের ইতিহাসে এই প্রথম কিউআর কোড সম্বলিত পরিচয় পত্র দেওয়া হয়েছে। এই পরিচয়পত্র ছাড়া ভোট দেওয়া যাবে না। কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কর্তৃপক্ষের চেয়ারম্যান মধুসূদন মিস্ত্রি জানিয়েছেন ব্যালট পেপারে প্রতিদ্বন্দ্বী হিসেবে মল্লিকার্জুন খারগে ও শশী থারুরের নাম রয়েছে। ভোটারদের বক্সে নিজেদের পছন্দ অনুযায়ী টিক দিতে বলা হয়েছে। মসৃণ ভোটদানের সমস্ত ব্যবস্থাই করা হয়েছে।