মহানগর ওয়েবডেস্ক: ফেব্রুয়ারী মাসে যে মূহুর্তে পুলওয়ামায় জঙ্গি হামলা হয়েছিল ঠিক ওই সময়ে শ্যুটিং-এ ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্তত এমনই অভিযোগ করে সরব হয়েছিল কংগ্রেস। তখন নরেন্দ্র মোদী এই ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’-এরই শ্যুটিং-এ ব্যস্ত ছিলেন। সদ্য মুক্তি পেয়েছে ‘ডিসকভারি’র সেই জনপ্রিয় শো’য়ের টিজার। যেখানে বিখ্যাত সঞ্চালক বেয়ার গিলসের সঙ্গে দেখা গিয়েছে নরেন্দ্র মোদীকে। এই ফুটেজ প্রকাশ্যে আসতেই ফের একবার কটাক্ষ করতে শুরু করেছে কংগ্রেস।
কংগ্রেসের এক মুখপাত্র ট্যুইট করে বলেছেন, ‘পুলওয়ামায় যখন ৪৪ জন জওয়ান শহিদ হচ্ছিলেন, তখন প্রধানমন্ত্রী হাসিমুখে শ্যুটিং-এ ব্যস্ত ছিলেন। তিনি এতটাই মজাতে ছিলেন যে হামলার খবর শোনার পরও শ্যুটিং বন্ধ করেননি। ট্রেলারেই দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রী কতটা দায়িত্বজ্ঞানহীনের মতো হাসছেন।’
When 44 CRPF jawans were martyred in #Pulwama, PM #Modi was having the time of his life shooting for this programme. He was enjoying it so much, that he continued shooting even after being told of the heinous attack! See him laughing carelessly in the trailer! https://t.co/5hSQtJov4h
— Shama Mohamed (@drshamamohd) July 29, 2019
এই বিষয় নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একহাত নিয়েছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিও। তিনি লিখেছেন, ‘জনসংযোগের এক অভিনব নিয়ে এসেছেন প্রধানমন্ত্রী। জনসংযোগের ক্ষেত্রে তিনি একজন পথিকৃৎ বটে। এই প্রজন্মের সকলের কাছে পৌঁছতে পারেন তিনি।’
At the risk of sounding repetitive, the PM surely is a pioneer in innovative PR skills that seem to strike a chord with every generation. https://t.co/VdW1fbWcCY
— Mehbooba Mufti (@MehboobaMufti) July 29, 2019
উল্লেখ্য, আগামী ১২ আগস্ট টেলিভিশনের পর্দায় দেখা যাবে এই শো যেখানে বেয়ার গিলসের সঙ্গে উত্তরাখণ্ডের জঙ্গল মাতাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শো’য়ের কয়েকটি ক্লিপিংস ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন বেয়ার গিলস স্বয়ং। যেখানে দেখা যাচ্ছে, পাথুরে নদীতে নৌকা চালাচ্ছেন মোদী, বাঁশ দিয়ে তৈরি অস্ত্র ধরে বেয়ার গিলসকে বলছেন ‘আপনার জন্য আমি এটি নিজের কাছে রেখে দেব।’ এর প্রত্যুত্তরে বেয়ারও ট্যুইট করে জানিয়েছেন, ‘আপনি ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, আমার কাজ আপনাকে বাঁচিয়ে রাখা।’