মহানগর ডেস্ক: ফাঁস সন্ত্রাসবাদী সংগঠনের বড়সড় ষড়যন্ত্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) হত্যার ছক কষেছিল ওই সংগঠন। বিহার পুলিশের তৎপরতায় খবর সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে, প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র করেছিল দুই সন্ত্রাসবাদী। ধৃতদের মধ্যে একজনের নাম আথার পারভেজ এবং অন্যজন মহম্মদ জালালুদ্দিন।
সূত্র অনুযায়ী, পুলিশি জেরায় ধৃতরা জানিয়েছেন ২০৪৭ সালের মধ্যে ভারতকে ইসলামিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা তাদের লক্ষ্য। আর তার প্রথম ধাপ হিসেবে প্রধানমন্ত্রীকে হত্যার পরিকল্পনা ছিল তাদের। ১২ জুলাই অর্থাৎ মঙ্গলবার মোদিকে হত্যার উদ্দেশ্য নিয়েই সমস্ত আটঘাট বেঁধে বিহারের সরকারি অনুষ্ঠানে পৌঁছায় ওই দুইজন। কিন্তু কড়া নিরাপত্তার জেরে তাদের সমস্ত পরিকল্পনা ব্যর্থ হয়েছে।
সূত্র অনুযায়ী, নমোর সফরের ১৫ দিন আগ থেকে ফুলওয়ারি শরীফে সন্দেহভাজন সন্ত্রাসবাদীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল। এমনকি মোদিকে হত্যার ছক করতে ৬ এবং ৭ জুলাই বৈঠক করেছিল তারা। জানা গিয়েছে, এদিন গ্রেফতার হওয়া জঙ্গিদের কাছ থেকে ২৫ টি পিএফআই বই উদ্ধার হয়েছে।
উল্লেখ্য, গত ১২ জুলাই বিহার সফরে যান প্রধানমন্ত্রী। সেখানেই তাঁকে হত্যার বড় ষড়যন্ত্র করেছিল সন্ত্রাসবাদীরা। পুলিশি তৎপরতায় সামনে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। ফুলওয়ারি শরীফে জঙ্গি কার্যকলাপ চলছে বলে খবর আসে গোয়েন্দা বিভাগের কাছে। তার পরেই ওই এলাকায় তল্লাশি অভিযান চালিয়েছে পুলিশ। সেখান থেকে দুই জঙ্গিকে পাকড়াও করা হয়েছে। তদন্তকারীদের দাবি, কেরালা, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু ও অন্যান্য রাজ্য থেকে যুবকরা ওই এলাকায় জঙ্গি কার্যকলাপের প্রশিক্ষণ নিত। এদিন প্রধানমন্ত্রীকে টার্গেট করেছিল তারা। কিন্তু কড়া নিরাপত্তার জেরে তাদের সমস্ত পরিকল্পনা ব্যর্থ হয়েছে।