মহানগর ডেস্ক: বিতর্ক যেন পিছু ছাড়েনা তাঁর। গোটা দেশ করোনা ভাইরাসের প্রকোপে বিধ্বস্ত। ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা আড়াই লক্ষ পার করেছে। ঠিক এই সময়ে টুইট করে করোনা ভাইরাসের প্রসংশা করলেন বলিউডের কুইন কঙ্কনা। আর তাতেই সোশ্যাল মিডিয়ায় রোষের মুখে পড়লেন।
করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। মহারাষ্ট্রে প্রতি এক মিনিটে করোনায় আক্রান্ত হচ্ছে ৪৮ জন। প্রতি ২ থেকে ৩ মিনিটে মারা যাচ্ছেন একজন। তবে এই গোটা ঘটনাকে গুরুত্ব না দিয়ে বিতর্কিত একটি টুইট করে বসলেন কঙ্কনা। তিনি লিখেছেন, ‘মানুষের তৈরি করা একটি ভাইরাস, যা একে অপরের অর্থনীতি ধ্বংস করার কাজে লাগানো হয়েছিল। হয়ত আমার সঙ্গে অনেকে একমত হবেন না, কিংবা কেউ হবেন। তবে এতা মানতে হবে কিছু মানুষ মারা গেলেও, এই ভাইরাস সারিয়ে তুলছে পৃথিবীকে।’
Let’s be gentle to her
1) each one of us must plant 8 trees a year
2) stop breeding like rabbits
3) avoid single used plastic
4)Don’t waste food
5) be aware of idiots around you take responsibility cause you could be living wisely but if not handled they will destroy you 2/2— Kangana Ranaut (@KanganaTeam) April 18, 2021
এখানেই উঠেছে বিতর্ক। নেটিজনদের একাংশ প্রশ্ন করেছেন, ‘একজন তারকা হয়েও তিনি কীভাবে এতো মানুষের মৃত্যুকে এতো স্বাভাবিক ভাবে মেনে নিচ্ছেন?’ অনেকে আবার বলেছেন, ‘কঙ্গনার কাছে সমস্ত রকমের সুবিধা আছে বলেই এই হেন টুইট করেছেন তিনি।’ তবে শুধু উপরের টুইট করে বিতর্ক ডেকে আনা ছাড়াও, তিনি জানিয়েছেন পৃথিবীকে সারিয়ে তোলার ৫ টি উপায়। ‘১) প্রত্যেক বছরে ৮টি করে গাছ লাগাতে হবে। ২)খরগোসের মত একাধিক সন্তানের জন্ম না দেওয়া। ৩) একবার ব্যবহার যোগ্য প্লাস্টিকের পণ্য ব্যবহার না করা। ৪) খাবার নষ্ট না করা। ৫) আশেপাশের দায়িত্বজ্ঞান হীন মানুষদের থেকে সতর্ক থাকা, কারণ নিজে সাবধানে থাকলেও এই মানুষগুলি বিপদ ডেকে আনতে পারে।’