মহানগর ডেস্ক: হিন্দু দেবদেবী নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ালেন (Controversy On Comment regarding Hindu Deity) বিহারের (Bihar) বিজেপি বিধায়ক লালন পাসোয়ান (BJP MLA)। পিরপাইন্টি বিধানসভার বিধায়ক বলেছেন মুসলিমরা (No Muslim Does Not Worship Goddess Laxmi) লক্ষ্মীপুজো করে না। তাই বলে কী তারা ধনী নয়? তাঁর এই মন্তব্যের পরেই প্রতিবাদ-বিক্ষোভ দেখানো হয় ভাগলপুরের শেরমারি বাজারে। শুধু প্রতিবাদ বিক্ষোভই নয়, হিন্দু ভাবাবেগে আঘাত করার জন্য তাঁর কুশপুতুলও পোড়ানো হয় সেখানে। পাসোয়ান এখানেই থেমে থাকেননি দেওয়ালিতে লক্ষ্মীপুজো নিয়েও প্রশ্ন তোলেন।
এর পাশাপাশি বিজেপি বিধায়কের বক্তব্য,যদি লক্ষ্মীপুজো করলেই ধনদৌলত পাওয়া যেতো, তাহলে মুসলিমদের মধ্যে কোটিপতি,অর্বুদ হতো না। তারা তো লক্ষ্মীপুজো করে না। তারা কি ধনী নয়? তারা সরস্বতী পুজোও করে না। তারা কী আইএএস বা আইপিএস হচ্ছে না ? তাদের মধ্যে কি কোনও স্কলার হচ্ছে না। তাঁর মতে, আত্মা ও পরমাত্মা শুধু বিশ্বাসমাত্র। কেউ যদি বিশ্বাস করে যাকে পুজো করা হচ্ছে, সেটা হল ঈশ্বর। না হলে সেটা একটা পাথর। তার বেশি কিছু নয়। ঈশ্বর আছে কি নেই, সেটা আমাদের ওপর নির্ভর করছে।
যুক্তিপূর্ণ সিদ্ধান্তে পৌঁছতে বিষয়টিকে বৈজ্ঞানিক দিক থেকে ভাবতে হবে। আপনি যদি বিশ্বাস না করতে শুরু করেন,তাহলে আপনার বুদ্ধিবৃত্তির ক্ষমতা বাড়বে। বিধায়ক বলেন, বিশ্বাস করা হয় বজরংবলি একটি দেবতা। এঁর শক্তি রয়েছেন। তিনি শক্তি দিয়ে থাকেন। কিন্তু মুসলিম বা খ্রিস্টানরা বজরংবলির পুজো করেন না। তা বলে তারা শক্তিশালী নন। যেদিন সবাই বিশ্বাস না করা শুরু করবেন, সেদিন এইসব জিনিস শেষ হয়ে যাবে। প্রসঙ্গত, এর আগে আরজেডি নেতা লালুপ্রসাদ পাসোয়ানের কথাবার্তা ফাঁস করে বিতর্কের মুখে পড়েছিলেন এই বিজেপি বিধায়ক।