মহানগর ডেস্ক: বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি করা হল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনকে (MK Stalin)। ১২ জুলাই করোনা ভাইরাসে (Corona Virus) আক্রান্ত হন স্ট্যালিন। জানা গিয়েছে, আজ পর্যবেক্ষণের জন্য তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চেন্নাইয়ের কাবেরী হাসপাতালের পক্ষ থেকে বলা হয়েছে, “মাননীয় মুখ্যমন্ত্রীকে কোভিড সম্পর্কিত উপসর্গগুলি পর্যবেক্ষণের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে”। বুধবার মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন রাজ্যপাল আরএন রবি।
বিগত কয়েকদিনে ফের মাথাচারা দিয়ে উঠেছে করোনা। চিন্তা বাড়াচ্ছে আক্রান্তের সংখ্যা। এবার সেই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। যদিওবা গোটাটাই তাঁকে পর্যবেক্ষণে রাখার জন্য। প্রাক্তন মুখ্যমন্ত্রী পনিরসেলভাম টুইট করে জানিয়েছেন, স্ট্যালিনের দ্রুত সুস্থতা কামনা করি। তাড়াতাড়ি সেরে উঠে মানুষের জন্য ফের যাতে তিনি কাজ চালিয়ে যেতে পারেন, সেই প্রার্থনাই করি।
অন্যদিকে রাজ্যের রাজ্যপাল মুখ্যমন্ত্রীর উদ্দেশে বলেছেন, আপনার করোনা আক্রান্ত হওয়ার খবর পেয়ে আমি অত্যন্ত উদ্বিগ্ন। আপনি রাজ্যের অন্যতম একজন জননেতা। জনসাধারণের সঙ্গে সর্বদা যোগাযোগ রেখে কাজ করে গিয়েছেন। আপনার দ্রুত সুস্থতা কামনা করি। এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন স্ট্যালিন।